FDDI Admission 2025

ফ্যাশন ডিজ়াইন নিয়ে পড়তে চান! সুযোগ মিলতে পারে দ্বাদশ উত্তীর্ণ হওয়ার পরই

দ্বাদশের পর ফ্যাশন ডিজ়াইনিং-সহ বিভিন্ন বিষয় নিয়ে ডিপ্লোমা করার সুযোগ দেবে ফুটঅয়্যার ডিজ়াইন অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ১২:৫৬

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

দ্বাদশ উত্তীর্ণ হওয়ার পরই ফ্যাশন ডিজ়াইন বা ফুটঅয়্যার টেকনোলজি নিয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। ফুটঅয়্যার ডিজ়াইন অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট-এর তরফে ওই বিষয়গুলি পড়ানো হবে।

Advertisement

ডিপ্লোমা কোর্সের মাধ্যমে ফুটঅয়্যার ডিজ়াইন অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট যে চারটি বিষয় পড়াবে, সেগুলি হল— ফ্যাশন ডিজ়াইন, ফুটঅয়্যার টেকনোলজি, রিটেল ফ্যাশন ম্যানেজমেন্ট এবং লেদার অ্যাক্সেসরিজ় অ্যান্ড ব্যাগ ডেভেলপমেন্ট।

উল্লিখিত বিষয়গুলি দু’টি মডিউল-এ পড়ানো হবে। বছরে তিনটি ব্যাচে ক্লাস করানো হয়। প্রথম ব্যাচের ক্লাস ১৫ সেপ্টেম্বর শুরু হয়েছে। দ্বিতীয় ব্যাচের ক্লাস ১৫ জানুয়ারি, ২০২৬ এবং তৃতীয় ব্যাচের ক্লাস ২০ এপ্রিল, ২০২৬-এ শুরু হতে চলেছে।

ওই প্রতিষ্ঠানের তরফে ফ্যাশন ডিজ়াইন এবং ফুটঅয়্যার টেকনোলজি, রিটেল ফ্যাশন ম্যানেজমেন্ট-র ক্লাস কলকাতা, নয়ডা, চেন্নাই, হায়দরাবাদ-সহ মোট ১২টি শাখার ক্যাম্পাস করানো হবে। তবে, লেদার অ্যাক্সেসরিজ় অ্যান্ড ব্যাগ ডেভেলপমেন্ট-এর ক্লাস নয়ডা, হায়দরাবাদ এবং কলকাতার ক্যাম্পাসেই করার সুযোগ থাকছে।

উল্লিখিত বিষয়ে ভর্তির জন্য কোর্স ফি হিসাবে ৭০,০০০ টাকা থেকে ৯০,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে। ডিপ্লোমা সম্পূর্ণ করার পর ওই প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর অফ ডিজ়াইন (বিডেজ়) করার সুযোগ পাবেন পড়ুয়ারা।

অনলাইনে আগ্রহীরা দ্বিতীয় ব্যাচে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবেন। ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। ফি জমা দিতে হবে ১০ জানুয়ারির মধ্যে। ক্লাস শুরু হতে চলেছে ১৫ জানুয়ারি, ২০২৬-এ।

Advertisement
আরও পড়ুন