গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
মর্ডান বায়োলজি-র বিভিন্ন বিষয়ে পিএইচডি করার সুযোগ। বায়োটেকনোলজি রিসার্চ অ্যান্ড ইনোভেশন কাউন্সিল এবং ন্যাশনাল সেন্টার ফর সেল সায়েন্স-এর যৌথ উদ্যোগে ওই বিষয়গুলিতে আগ্রহীদের ভর্তি নেওয়া হবে।
কী কী বিষয়ে পিএইচডি রিসার্চ-এর সুযোগ?
সেল অ্যান্ড মলিকিউলার বায়োলজি, স্ট্রাকচারাল বায়োলজি, বায়োইনফরমেটিক্স, সিস্টেমস বায়োলজি, নিউরোসায়েন্স, ইমিউনোলজি, ইনফেকশন বায়োলজি, মাইক্রোবায়াল ইকোলজি বিষয়গুলিতে পিএইচডি রিসার্চ করার সুযোগ দেওয়া হবে।
কারা আবেদন করতে পারবেন?
জীববিদ্যা কিংবা সমতুল বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা উল্লিখিত বিষয়ে পিএইচডি করার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকা জরুরি। এ ছাড়াও তাঁদের সিএসআইআর, ইউজিসি, ডিবিটি কিংবা সমতুল সরকারি সংস্থার বৈধ ফেলোশিপ থাকা প্রয়োজন।
এ ছাড়াও যাঁরা জয়েন্ট গ্র্যাজুয়েট এন্ট্রানস্ এগ্জ়ামিনেশন ফর বায়োলজি অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারি লাইফ সায়েন্সেস-এর (জেজিইইবিআইএলএস) ২০২৪-এর পরীক্ষা দিয়েছেন, তাঁরাও ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। ৯ ডিসেম্বর আবেদনের শেষ দিন। বাছাই করা প্রার্থীদের নাম ১৯ ডিসেম্বর প্রকাশ করা হবে। অনলাইনে তাঁদের ইন্টারভিউ ৫ থেকে ৭ জানুয়ারি, ২০২৬-এর মধ্যে হতে চলেছে। ক্লাসে যোগ দিতে হবে ২ মার্চ, ২০২৬-এর মধ্যে করা প্রয়োজন।