PhD Admission 2026

প্যারাসাইট বায়োলজি-র মতো বিষয় নিয়ে পিএইচডি-র সুযোগ! সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই

ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যানিমেল বায়োটেকনোলজি-র তরফে প্যারাসাইট বায়োলজি, আরএনএ বায়োলজি, মলিকিউলার ইমিউনোলজি বিষয়ে পিএইচডি করার সুযোগ দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ১১:১৭
ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যানিমেল বায়োটেকনোলজি।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যানিমেল বায়োটেকনোলজি। ছবি: সংগৃহীত।

প্যারাসাইট অর্থাৎ পরজীবীদের জীবনচক্র, খাদ্যাভাস-এর মতো একাধিক বিষয় নিয়ে গবেষণামূলক পাঠগ্রহণের সুযোগ দিচ্ছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। ভর্তি হতে আগ্রহীরা সরাসরি ইন্টারভিউয়ে যোগদান করতে পারবেন।

Advertisement

ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যানিমেল বায়োটেকনোলজি-তে ওই বিষয় নিয়ে পিএইচডি করার সুযোগ পাওয়া যাবে। এ ছাড়াও ওই প্রতিষ্ঠানের তরফে আরএনএ বায়োলজি এবং মলিকিউলার ইমিউনোলজি নিয়েও উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবেন।

যাঁরা প্রাণিবিদ্যা, জীববিদ্যা, রসায়ন, ফার্মাসি, ভেটেরিনারি সায়েন্সেস বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, তাঁরা উল্লিখিত বিষয় নিয়ে পিএইচডি করার সুযোগ পাবেন। তাঁদের ইউজিসি বা সিএসআইআর-এর জুনিয়র রিসার্চ ফেলোশিপ-এর পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রয়োজন।

আগ্রহীদের সরাসরি প্রতিষ্ঠানের হায়দরাবাদ-এর ঠিকানায় ১৬ ফেব্রুয়ারি ইন্টারভিউ হতে চলেছে। ওই দিন বেলা ১টার মধ্যে এসে ইন্টারভিউয়ের জন্য নাম নথিভুক্ত করতে হবে। প্রার্থীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের মতো নথি সঙ্গে রাখা প্রয়োজন।

Advertisement
আরও পড়ুন