NPTEL GATE Project

অনলাইনেই গেট প্রস্তুতি, মিলবে মক পরীক্ষার সুযোগও, কোথায় কী ভাবে?

আইআইটি প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা মক পরীক্ষার প্রস্তুতির জন্য নমুনা প্রশ্নপত্র তৈরি করে থাকেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ১৭:৩৮

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের স্নাতকোত্তর স্তরের কোর্সে ভর্তির জন্য গেট উত্তীর্ণ হতে হয়। ওই পরীক্ষায় উত্তীর্ণেরা দেশের পাবলিক সেক্টর আন্ডারটেকিং-এ (পিএসইউ) চাকরিরও সুযোগ পেতে পারেন। ওই পরীক্ষা ২০২৬-এর ৭, ৮, ১৪ এবং ১৫ ফেব্রুয়ারি নেওয়া হবে। পরীক্ষার আগে প্রস্তুতির জন্য মক টেস্ট-এর জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন পরীক্ষার্থীরা। এই প্রস্তুতি অনলাইনেও নিতে পারবেন তাঁরা।

Advertisement

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অর্থপুষ্ট ন্যাশনাল প্রোগ্রাম অন টেকনোলজি এনহ্যান্সড লার্নিং (এনপিটিইএল) অনলাইনে গেট পোর্টাল মারফত ওই পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। মোট ৩০টি বিষয়ে গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) নেওয়া হয়। ওই সমস্ত বিষয়েই ভিডিয়ো লেকচারের ব্যবস্থা রয়েছে। পড়ুয়ারা পরীক্ষার পাঠ্যক্রম অনুযায়ী ওই ভিডিয়ো মাধ্যমে প্রস্তুতি নিতে পারবেন।

এ ছাড়াও প্রতি মাসে রবিরারে একটি করে মক টেস্ট নেবে এনপিটিইএল। অনলাইনে যে ভাবে গেট দিতে হয়, সে ভাবেই ওই পরীক্ষা দিতে পারবেন পড়ুয়ারা। আইআইএসসি ব্যাঙ্গালোর এবং আইআইটি প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা এই মক টেস্ট-এর জন্য নমুনা প্রশ্নপত্র তৈরি করে থাকেন।

২০২৫-এর ১৬, ২৩, ৩০ নভেম্বর; ৭,১৪,২১,২৮ ডিসেম্বর পরীক্ষা নেওয়া হবে। ২০২৬-এ জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে গেট শুরু হওয়ার আগের প্রতিটি শনিবার এবং রবিবার মক টেস্ট নেওয়া হবে। পরীক্ষা দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। আগ্রহীরা এনপিটিইএল গেট পোর্টালের মাধ্যমে ক্লাস এবং পরীক্ষা দিতে পারবেন।

Advertisement
আরও পড়ুন