FMGE 2025 Dates

বিশেষ প্রবেশিকায় পাশ করলেই মিলবে মেডিক্যাল প্র্যাকটিসের ছাড়পত্র! পরীক্ষা কবে?

ন্যাশনাল বোর্ড অফ এক্জ়ামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেস (এনবিইএমএস) বিশেষ প্রবেশিকার দিন ঘোষণা করেছে। পাশাপাশি, কবে থেকে পরীক্ষায় নাম নথিভুক্তিকরণের আবেদন গ্রহণ করা হবে, সেই তথ্যও প্রকাশ করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ১১:২৯

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

বিদেশ থেকে মেডিক্যাল শাখায় ডিগ্রি অর্জনের পরই প্রয়োজন প্র্যাকটিসের। ওই কাজের জন্য দেশে সেই সমস্ত ব্যক্তিরা অনুমতি পান, যাঁরা বিশেষ প্রবেশিকায় উত্তীর্ণ হতে পারেন। ফরেন মেডিক্যাল গ্র্যাজুয়েট এক্‌জ়ামিনেশন-এ (এফএমজিই) শীর্ষক ওই প্রবেশিকায় উত্তীর্ণদের ন্যাশনাল মেডিক্যাল কমিশন বা স্টেট মেডিক্যাল কাউন্সিল-এ মেডিক্যাল প্র্যাকটিশনার হিসাবে রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হয়। এ ছাড়াও উত্তীর্ণেরা দেশের মেডিক্যাল কলেজে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্সের পড়াশোনা করার ছাড়পত্রও পেয়ে থাকেন।

Advertisement

ন্যাশনাল বোর্ড অফ এক্জ়ামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেস (এনবিইএমএস) ওই পরীক্ষাটি নিয়ে থাকে। দেশের নাগরিক কিংবা বিদেশে বসবাসকারী ভারতীয় নাগরিকরা এফএমজিই দিতে পারেন। পরীক্ষা দেওয়ার জন্য বিদেশের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেডিক্যাল শাখায় ডিগ্রির পাশাপাশি, ইন্টার্নশিপ সম্পূর্ণ হওয়া আবশ্যক।

কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়। ২০২৫-এর পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন ১৪ নভেম্বর থেকে শুরু হতে চলেছে। ৪ ডিসেম্বর পর্যন্ত নাম নথিভুক্তিকরণের সুযোগ থাকবে। পরীক্ষা ২০২৬-এর ১৭ জানুয়ারি নেওয়া হবে। পরীক্ষার ফল ১৭ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করবে এনবিইএমএস।

এনবিইএমএস-এর ওয়েবসাইট (natboard.edu.in) মারফত নাম নথিভুক্তিকরণ করা হবে। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনের অভিজ্ঞতার (এ ক্ষেত্রে ইন্টার্নশিপ) প্রমাণপত্র, পাসপোর্ট, পরিচয়পত্রের প্রতিলিপি অনলাইনে আপলোড করে ফর্ম পূরণ করতে হবে। সমস্ত নথি আপলোডের পর পূরণ করা ফর্মের প্রতিলিপি ডাউনলোড বা প্রিন্ট করিয়ে রাখা আবশ্যক।

Advertisement
আরও পড়ুন