NIFT Admission 2026

এনআইএফটি থেকে ডিজ়াইনিং পড়ার সুযোগ! বৃদ্ধি হয়েছে আবেদন প্রক্রিয়ার শেষ দিন

পরীক্ষার্থীদের exams.nta.nic.in/niftee-এ গিয়ে সমস্ত নথি জমা দিতে হবে। আবেদন সংশোধনের করা যাবে ২০ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত। এই নিয়ে দ্বিতীয়বার বৃদ্ধি হল আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ ১৮:০০
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ফের বৃদ্ধি করা হল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশন (এনআইএফটিইই)-এর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। ২০২৬ সালের এনআইএফটিইই আয়োজিত হতে চলেছে আগামী ৮ ফেব্রুয়ারি। সে জন্য শুরু হয়ে গিয়েছে আবেদন গ্রহণ প্রক্রিয়া।

Advertisement

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটএ)-র তরফে এই পরীক্ষা নেওয়া হয়। এনটিএ-র পূর্ব বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনের শেষ দিন ছিল ১৩ জানুয়ারি। নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিএ জানিয়েছে, পরীক্ষার্থীরা আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। পাশাপাশি, আবেদনমূল্য জমা দেওয়ার শেষ তারিখ ১৭ জানুয়ারি। পরীক্ষার্থীদের exams.nta.nic.in/niftee -এ গিয়ে সমস্ত নথি জমা দিতে হবে। আবেদন সংশোধনের করা যাবে ২০ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত।

এই নিয়ে দ্বিতীয়বার বৃদ্ধি হল আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা। প্রথমে এনআইএফটিইই ২০২৬–এর জন্য আবেদন করার শেষ তারিখ ছিল ৬ জানুয়ারি ২০২৬, যা প্রথমে ১৩ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়, এবং পরে আবার ১৬ জানুয়ারি করা হয়।

উল্লেখ্য, ২০২৬ সালের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশন (এনআইএফটিইই) পরীক্ষা দেওয়া যাবে হিন্দি এবং ইংরেজি— দুই ভাষাতেই। কাগজ-কলম এবং কম্পিউটার, উভয় মাধ্যমেই প্রবেশিকা দিতে পারবেন আগ্রহীরা। দেশের ১০০টি শহরে ওই প্রবেশিকা নেওয়া হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গে কলকাতা, দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি-তে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ১০২।

Advertisement
আরও পড়ুন