NSOU Admission 2025

ইচ্ছে থাকলেই হবে, শিখে যাবেন সংবাদ লেখার কৌশল! কী ভাবে?

কোর্স ফি ২,৫৫০ টাকা। কোর্সটি ভর্তি হওয়ার সুযোগ পাবেন ৫০ জন। অনলাইনে ক্লাস এবং অফলাইনে কর্মশালা হবে। সপ্তাহে বৃহস্পতিবার (সন্ধ্যে ৭টা থেকে ৯টা পর্যন্ত) এবং রবিবার (দুপুর ১১টা থেকে ১টা পর্যন্ত) অনলাইনে ক্লাস করানো হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ মে ২০২৫ ১৭:৩৭
এনএসওইউ।

এনএসওইউ। ছবি: সংগৃহীত।

সাংবাদিকতা নিয়ে পড়ার ইচ্ছে, কিন্তু সময়ের অভাবে বড় কোনও কোর্সে পড়ার সুযোগ হচ্ছে না? সন্ধানে রয়েছেন অল্প সময়ের কোনও সার্টিফিকেট কোর্স করার? এক বার খোঁজ নিতে পারেন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (এনএসওইউ)-এ। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এমন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে আট সপ্তাহের একটি ট্রেনিং প্রোগ্রামের মধ্যে দিয়ে সাংবাদিকতার বিশেষ কিছু বিষয়ের পাঠ দেওয়া হবে।

Advertisement

প্রতিষ্ঠানের ‘ভাষা, অনুবাদ ও সংস্কৃতি চর্চা কেন্দ্র’ (সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ, ট্রান্সলেশন অ্যান্ড কালচারাল স্টাডিজ়) বিভাগের তরফে এটি আয়োজন করা হয়েছে। কোর্সের নাম ‘সংবাদ রচনার পাঠশালা’। সূত্র, সাংবাদিকতার নানা খুঁটিনাটি বিষয়গুলি পড়ানো হবে দু’মাস অর্থাৎ আট সপ্তাহ ধরে। শুরু হবে জুলাই থেকে, চলবে অগস্ট পর্যন্ত। আবেদনের জন্য শুধু ইচ্ছে থাকতে হবে। ব্যাস আর কোনও মাপকাঠি নেই!

কোর্স ফি ২,৫৫০ টাকা। কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবেন ৫০ জন। অনলাইনে ক্লাস এবং অফলাইনে কর্মশালা হবে। সপ্তাহে বৃহস্পতিবার (সন্ধ্যে ৭টা থেকে ৯টা পর্যন্ত) এবং রবিবার (দুপুর ১১টা থেকে ১টা পর্যন্ত) অনলাইনে ক্লাস করানো হবে। অফলাইনে একটি কর্মশালা করানো হবে।

আবেদন করবেন কী ভাবে?

আগ্রহীদের একটি ফর্ম পূরণ করে আবেদন জানাতে হবে। এর জন্য নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। তাতে দেওয়া লিঙ্কে ক্লিক করে ফর্মটি পূরণ করে কোর্স ফি জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন গ্রহণ করা হবে ২০ জুন পর্যন্ত। জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ক্লাস শুরু হবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এনএসওইউ-র ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখুন।

Advertisement
আরও পড়ুন