Govt Internship 2025

অগমেন্টেড রিয়্যালিটি নিয়ে কাজ শেখার সুযোগ, পড়ুয়াদের প্রশিক্ষণ দেবে গ্যাংটকের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (এনআইইএলআইটি), গ্যাংটক-এর তরফে অগমেন্টেড রিয়্যালিটি এবং ভার্চুয়াল রিয়্যালিটি নিয়ে কাজ শেখানো হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ১৪:৫৪

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

বাস্তবের সঙ্গে ডিজিটাল তথ্যের মিশেলে অভিনব পরিবেশ তৈরি করতে প্রয়োজন অগমেন্টেড রিয়্যালিটি। ওই প্রযুক্তির মাধ্যমে অ্যানিমেশন, গ্রাফিক্স, শব্দ ব্যবহার করে কাল্পনিক চিত্র তৈরি করা হয়, যা গেম কিংবা পড়াশোনার কাজে সহায়ক হয়ে ওঠে। এই বিষয়টি নিয়ে কাজের প্রশিক্ষণ দিতে বিশেষ ইন্টার্নশিপের সুযোগ দেবে এনআইইএলআইটি, গ্যাংটক।

Advertisement

কম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর কিংবা স্নাতক স্তরে পাঠরত পড়ুয়ারা হাতেকলমে ওই প্রযুক্তির কার্যপদ্ধতি শেখার সুযোগ পাবেন। মোট ছ’মাসের জন্য তাঁদের প্রশিক্ষণ চলবে। অগমেন্টেড রিয়্যালিটি-র সঙ্গেই ভার্চুয়াল রিয়্যালিটি-র কাজ নিয়েও আলোচনা করা হবে। কৃত্রিম যন্ত্রের সাহায্যে বাস্তব পরিবেশের অনুভূতি ব্যবহারকারীদের ওই প্রযুক্তির সাহায্যে দেওয়া হয়ে থাকে।

জাতীয় শিক্ষানীতি, ২০২০ অনুযায়ী, ‘ইন্টার‌্যাক্টিভ লার্নিং’ পদ্ধতিতে সমস্ত বিষয় হাতেকলমে শেখার জন্য এই প্রযুক্তিকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে। শিক্ষাক্ষেত্র ছাড়াও স্বাস্থ্য, শিল্প, কারিগরি কিংবা গেমিং-এর দুনিয়ায় অগমেন্টেড রিয়্যালিটি এবং ভার্চুয়াল রিয়্যালিটি-র বিশেষজ্ঞদের চাহিদা রয়েছে যথেষ্ট। তাই তাঁদের কাজ শেখানোর জন্য ছ’মাসের প্রশিক্ষণ দেবে এনআইইএলআইটি, গ্যাংটক।

প্রশিক্ষণ চলাকালীন তাঁদের ১০,০০০ টাকা প্রতি মাসে সাম্মানিক হিসাবে দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন-এর ওয়েবসাইট মারফত ইন্টার্নশিপে যোগদানের আবেদনপত্র পাঠাতে পারবেন। এর জন্য তাঁদের ১৫ জানুয়ারির মধ্যে আবেদন জানাতে হবে।

Advertisement
আরও পড়ুন