NIT Silchar Admission 2025

শিলচরের এনআইটিতে নানা বিষয়ে গবেষণার সুযোগ, আবেদনের জন্য কোন শর্ত মানতে হবে?

প্রোগ্রামে ফেলোশিপ বাবদ গবেষকদের প্রতি মাসে ৫০,০০০ টাকা দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ১৯:০৪
NIT Silchar

এনআইটি শিলচর। ছবি: সংগৃহীত।

অসমের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি) শিলচর-এ বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট-এর নানা বিষয়ে একটি বিশেষ প্রোগ্রামে ভর্তির সুযোগ মিলবে। এই মর্মে প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, চলতি বছরের শীতকালীন পর্বের জন্য প্রতিষ্ঠানে নানা বিষয়ে গবেষণার সুযোগ মিলবে। আগ্রহীদের এ জন্য অফলাইনেই আবেদনপত্র জমা দিতে হবে।

Advertisement

প্রতিষ্ঠানের তরফে ইনস্টিটিউট পোস্ট ডক্টরাল ফেলোশিপ প্রোগ্রামে (আইপিডিএফ) ভর্তির সুযোগ দেওয়া হবে। আগ্রহীরা সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ফিজ়িক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এবং ম্যানেজমেন্ট স্টাডিজ় নিয়ে গবেষণার সুযোগ পাবেন।

প্রতিষ্ঠানের এই প্রোগ্রামে স্বাধীন ভাবে নানা ক্ষেত্রে গবেষণার সুযোগ মিলবে। এর মধ্যে রয়েছে ডিজ়াইন, কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং টেকনোলজিস, রিনিউয়েবেল এনার্জি-র মতো বিষয়। অন্য দিকে, রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, স্পিচ প্রসেসিং, ডিজিটাল জিয়োমেট্রির মতো অত্যাধুনিক বিষয়ও। প্রোগ্রামে ফেলোশিপ বাবদ গবেষকদের প্রতি মাসে ৫০,০০০ টাকা দেওয়া হবে।

সংশ্লিষ্ট প্রোগ্রামে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়। এ ছাড়া, তাঁদের ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, ম্যানেজমেন্ট স্টাডিজ়-এ পিএইচডি-র পাশাপাশি পিয়ার রিভিউড সায়েন্স জার্নালে ন্যূনতম তিনটি প্রকাশিত গবেষণাপত্র থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠির কথা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।

আগ্রহীদের এ জন্য আবেদনপত্র-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। আবেদনমূল্য বাবদ সংরক্ষিতদের ৫০০ টাকা এবং অসংরক্ষিতদের ১০০০ টাকা জমা দিতে হবে। আগামী ৩০ নভেম্বর আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট প্রোগ্রামের জন্য পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। ইন্টারভিউয়ের জন্য যোগ্য পড়ুয়াদের নাম ঘোষণা করা হবে ১৯ ডিসেম্বর। আগামী বছর ২০ জানুয়ারিতে প্রতিষ্ঠানে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে।

Advertisement
আরও পড়ুন