প্রতীকী চিত্র।
গত নভেম্বরেই ঘোষণা করা হয়েছিল ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি নিয়ে স্নাতকে ভর্তির প্রবেশিকার জয়েন্ট এন্ট্রান্স এগ্জ়ামিনেশন (জেইই মেন)-এর দিন। পরীক্ষার দু’টি পর্বের সম্ভাব্য দিনক্ষণ ঘোষণা করেছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। এ বার পরীক্ষার পরিবর্তিত সূচি প্রকাশ করল এনটিএ। একইসঙ্গে পরীক্ষার ‘এগ্জ়ামিনেশন সিটি স্লিপ’-ও প্রকাশ করা হয়েছে।
পূর্ব ঘোষণা অনুযায়ী, প্রথম পর্বের পরীক্ষা ২১ জানুয়ারি শুরু হয়ে ৩০ জানুয়ারি শেষ হওয়ার কথা ছিল। দ্বিতীয় পর্বের পরীক্ষা হওয়ার কথা ছিল ২ থেকে ৯ এপ্রিল পর্যন্ত। প্রকাশিত নয়া সূচিতে, প্রথম পরীক্ষা ২১ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। দ্বিতীয় পর্বের পরীক্ষার দিনক্ষণ অপরিবর্তিতই থাকবে বলে ঘোষণা করা হয়েছে।
জেইই মেন-এর প্রথম পত্রের অর্থাৎ প্রথম পত্রের বিই এবং বিটেক-এর পরীক্ষা হবে ২১, ২১, ২৩, ২৪ এবং ২৮ জানুয়ারি। প্রতিদিন দু’টি অর্ধে পরীক্ষা চলবে। প্রথমার্ধের পরীক্ষা নেওয়া হবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। দ্বিতীয়ার্ধের পরীক্ষা চলবে দুপুর ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত। দ্বিতীয় পত্রের বিআর্ক এবং বিপ্ল্যান-এ ভর্তির প্রবেশিকা হবে একটিই অর্ধে। পরীক্ষা চলবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
পরীক্ষার্থীরা কোন কেন্দ্রে প্রথম পর্বের পরীক্ষা দিতে যাবেন, সে সম্পর্কিত তথ্য প্রকাশিত ‘সিটি ইনফরমেশন স্লিপ’ জানানো হয়েছে। পরীক্ষার্থীরা জেইই মেন-এর ওয়েবসাইটে গিয়ে তাঁদের অ্যাপ্লিকেশন নম্বর, পাসওয়ার্ড, জন্মতারিখ এবং সিকিউরিটি পিন দিয়ে তাঁদের ‘সিটি ইনফরমেশন স্লিপ’ দেখে ডাউনলোড করে নিতে পারবেন। পরীক্ষার অ্যাডমিট কার্ডও শীঘ্রই প্রকাশ করা হবে বলে এনটিএ-র তরফে জানানো হয়েছে।
উল্লেখ্য, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি নিয়ে স্নাতকে ভর্তির জন্য প্রতি বছরই জয়েন্ট এন্ট্রান্স এগ্জ়ামিনেশন (জেইই) মেন-এর আয়োজন করে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)।
চলতি বছরে অধিকাংশ বিষয়েই সিবিটি মাধ্যমে জেইই মেন আয়োজন করা হবে। পরীক্ষায় প্রথম পত্রের বিই এবং বিটেক এবং দ্বিতীয় পত্রের বিপ্ল্যান-এর প্রবেশিকা হবে সিবিটি বা কম্পিউটারের মাধ্যমে। কিন্তু দ্বিতীয় পত্রের বিআর্ক-এর ক্ষেত্রে অঙ্কনধর্মী প্রশ্ন থাকায় উত্তর দিতে হবে ‘পেন অ্যান্ড পেপার’ বা খাতায় কলমে।