IACS Recruitment 2026

যাদবপুরের কাল্টিভেশন অফ সায়েন্স-এ গবেষকের খোঁজ, অর্থ সহায়তা করবে কেন্দ্রীয় সংস্থা

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ ১৮:১৯
IACS

আইএসআই কলকাতা। ছবি: সংগৃহীত।

যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)-এ গবেষণাধর্মী কাজের সুযোগ রয়েছে। প্রতিষ্ঠানের তরফে ঘোষণা করা হয়েছে, বিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষা থাকলেই গবেষণার কাজে যোগদান করা যাবে। প্রকল্পের জন্য অর্থ জোগাবে কেন্দ্রীয় সংস্থা।

Advertisement

প্রতিষ্ঠানের স্কুল অফ কেমিক্যাল সায়েন্সেস-এর একটি প্রকল্পের জন্য একজন রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। প্রকল্পটি কেন্দ্রীয় সংস্থা অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ)-এর অর্থপুষ্ট। প্রকল্পে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে প্রাথমিক ভাবে এক বছর। পরবর্তীকালে শর্তসাপেক্ষে মেয়াদ বাড়তে পারে। তাঁকে কেন্দ্রীয় সংস্থার নির্ধারিত নিয়ম মেনেই প্রতি মাসে সাম্মানিক দেওয়া হবে।

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পাশাপাশি, তাঁদের কেমিক্যাল সায়েন্সেস বা কেমিস্ট্রি-তে পিএইচডি থাকতে হবে। গবেষণার ক্ষেত্র হতে হবে পলিমার কেমিস্ট্রি। এ ছাড়াও যোগ্যতার বাকি মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে আবেদনপত্র-সহ বাকি নথি পাঠাতে হবে। আগামী ২৬ জানুয়ারি হবে আবেদনের শেষ দিন। এর পর প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং অনলাইন বা অফলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে মূল্যায়ন করে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে।

Advertisement
আরও পড়ুন