PM Modi PPC 2026

দেশের বিভিন্ন জায়গায় হবে ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠান, যোগ দিতে পারবেন অভিভাবকরাও

২০২৬-র পরীক্ষা পে চর্চা হতে চলেছে দেশের নানা প্রান্তে, এমনই জানানো হয়েছে শিক্ষা মন্ত্রকের তরফে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ১৪:১৬
ফেব্রুয়ারির শুরুতেই হবে অনুষ্ঠান!

ফেব্রুয়ারির শুরুতেই হবে অনুষ্ঠান! ছবি: সংগৃহীত।

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই ‘পরীক্ষা পে চর্চা ২০২৬’। প্রতি বছর দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পড়ুয়াদের স্বার্থে এই অনুষ্ঠানের আয়োজন করেন। তবে, ২০২৬-র পরীক্ষা পে চর্চা হতে চলেছে দেশের নানা প্রান্তে। শিক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী এই বছর পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানটি দেশের বিভিন্ন জায়গায় হবে। পড়ুয়া ও অভিভাবকেরা লাইভ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রশ্ন–উত্তর ও আলোচনা পর্বে যোগ দিতে পারবেন। এ ছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি গণমাধ্যমেও সম্প্রচার করা হবে সমগ্র অনুষ্ঠানটি।

Advertisement

প্রতি বছরই জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে আয়োজিত হয় অনুষ্ঠানটি। তার আগে যোগদানকারীদের নাম নথিভুক্ত করতে হয়। ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানে দেশের যে কোনও স্কুলের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা যোগ দিতে পারে। এ ছাড়াও স্বীকৃত স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং পড়ুয়াদের অভিভাবকেরা তাঁদের প্রশ্ন প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার সুযোগ পান।

২০১৮ সালে প্রায় ২২ হাজার যোগদানকারী ছিলেন, আট বছরের মধ্যেই সে সংখ্যা কোটিতে পৌঁছেছে। গত বছর প্রায় ৩.৫৬ কোটি পড়ুয়া, অভিভাবক এবং শিক্ষক রেজিস্ট্রেশন করেছিলেন। ২০২৬-র অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে।

Advertisement
আরও পড়ুন