PUBDET 2025

প্রেসিডেন্সির ফল প্রকাশের আগে আপলোড করতে হবে জাতিশংসাপত্র, পোর্টাল খুলছে জয়েন্ট বোর্ড

পরীক্ষার্থীদের সামাজিক শ্রেণি সংক্রান্ত তথ্য আপলোড করতে হবে। তার জন্য ৩ অগস্ট থেকে ৫ অগস্ট পর্যন্ত বোর্ডের তরফ থেকে খোলা হচ্ছে পোর্টাল। এই পোর্টালে গিয়ে যে সমস্ত পরীক্ষার্থী প্রবেশিকা পরীক্ষায় বসেছিলেন তাঁরা তাঁদের জাতিশংসাপত্র আপলোড করতে পারবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ২২:৫১

ছবি: সংগৃহীত।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের প্রবেশিকা পরীক্ষার ফলাফল কবে বের হবে, তা নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। শুক্রবার জয়েন্ট এন্ট্রান্স এগ্‌‌জ়ামিনেশন বোর্ড (ডব্লিউবিজেইইবি) বিজ্ঞপ্তি দিয়ে জানায়, স্নাতকস্তরের ফলাফলের আগে পরীক্ষার্থীদের সামাজিক শ্রেণি সংক্রান্ত তথ্য আপলোড করতে হবে। তার জন্য ৩ অগস্ট থেকে ৫ অগস্ট পর্যন্ত বোর্ডের তরফ থেকে খোলা হচ্ছে পোর্টাল। এই পোর্টালে গিয়ে যে সমস্ত পরীক্ষার্থী প্রবেশিকা পরীক্ষায় বসেছিলেন তাঁরা তাঁদের জাতিশংসাপত্র আপলোড করতে পারবেন।

Advertisement

জটিলতার সূত্রপাত বৃহস্পতিবার জয়েন্ট এন্ট্রান্স এগ্‌‌জ়ামিনেশন বোর্ড (ডব্লিউবিজেইইবি) এক কর্তার বক্তব্যকে ঘিরে। বোর্ডের ওই কর্তা বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় ফলাফল আমাদের তৈরি। ওবিসি সংরক্ষণ নিয়ে সরকারের নতুন নির্দেশ মেনে বিশ্ববিদ্যালয়কে পরীক্ষার্থীদের জাতিশংসাপত্র আপলোড করতে হবে। তারপরেই ফলাফল ঘোষণা করা যাবে। এই পরীক্ষার ব্যবস্থাপনায় তৃতীয় পক্ষ হিসাবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান যুক্ত রয়েছে।’’

জয়েন্ট বোর্ডের এই বক্তব্যের পর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত অধ্যাপক জানিয়েছিলেন, ‘‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য কত পড়ুয়া পরীক্ষা দিয়েছেন তাঁদের কোন‌ও তথ্য নেই। তানহলে কার কাছ থেকে কী করে জাতিশংসাপত্র আদায় করব। এটা মনে হয় কোন‌ও ভুল বোঝাবুঝি হচ্ছে।’’

অন্যদিকে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় স্নাতকস্তরের ফলাফল এবং স্নাতকোত্তরের পরীক্ষার ফর্ম দ্রুত দেওয়ার দাবিতে বৃহস্পতিবার থেকে লাগাতার অবস্থান আন্দোলনে বসেছে বিশ্ববিদ্যালয়ের এসএফআই ছাত্র সংগঠন। তাদের দাবি, জুন মাসের ২১ ও ২২ তারিখ কলা ও বিজ্ঞান বিভাগের প্রবেশিকা পরীক্ষা নিয়েছে বোর্ডে। এ ছাড়াও ২৭ জুলাই স্নাতকোত্তরে ফর্ম দেওয়ার কথা ছিল বোর্ডের। ‌ দীর্ঘদিন হয়ে গেলেও দু'টি বিষয়ে নিরুত্তাপ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এই দু'টি দাবিকে সামনে রেখে আমরা লাগাতার অবস্থান শুরু করেছি। যতক্ষণ না পর্যন্ত ফলাফল ঘোষণা দিন প্রকাশ করা হচ্ছে আমরা আন্দোলন চালিয়ে যাব।

Advertisement
আরও পড়ুন