Madrasa Board Exam 2025

মাদ্রাসায় ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে ধরা পড়লে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন বাতিল

ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা বোর্ড সিদ্ধান্ত নিয়েছে কোনও পরীক্ষার্থী ইলেকট্রনিক্স গ্যাজেট ব্যবহার করতে গিয়ে ধরা পড়লে তার রেজিস্ট্রেশনই বাতিল করে দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০৫
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক। একই দিনেই শুরু হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা বোর্ডের হাই মাদ্রাসা আলিম ও ফাজিল পরীক্ষা। মধ্যশিক্ষা পর্ষদ ইতিমধ্যেই জানিয়েছে পরীক্ষা চলাকালীন কোনও পরীক্ষার্থী ইলেকট্রনিক্স গ্যাজেট ব্যবহার করতে গিয়ে ধরা পড়লে সংশ্লিষ্ট পরীক্ষার্থী সেই বছর আর পরীক্ষায় বসতে পারবে না এবং সেই বছর তার সব পরীক্ষা বাতিল করা হবে। আর এ বার ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা বোর্ড সিদ্ধান্ত নিয়েছে কোনও পরীক্ষার্থী এই অপরাধ করতে গিয়ে ধরা পড়লে তার রেজিস্ট্রেশনই বাতিল করে দেওয়া হবে।

Advertisement

মাদ্রাসা বোর্ডের সভাপতি আবুতাহের কামরউদ্দিন বলেন, মোবাইল এবং ইলেক্ট্রনিকস গ্যাজেট রুখতে আমরা আরও বেশি কঠোর হচ্ছি। পরীক্ষা চলাকালীন কোনও পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল বা গেজেট ধরা পড়লে রেজিস্ট্রেশন বাতিল করা হবে।’’

মাদ্রাসার মোট তিনটি স্তর মিলিয়ে চলতি বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬৫,১১০। এর মধ্যে হাই মাদ্রাসায় ৪৭,৩৭৬, আলিম পরীক্ষায় ১২,৫০৩ এবং ফাজিল পরীক্ষায় ৫,১২৫ জন পরীক্ষার্থী। ২০ জেলা মিলিয়ে ২০৬টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা হবে। ১০ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পরীক্ষা।

পুরুলিয়া, দার্জিলিং, বাঁকুড়া এবং জলপাইগুড়িতে মাদ্রাসার সংখ্যা কম। তাই সেখানে স্কুলগুলিকেই সেন্টার করা হয়েছে। বোর্ডের সভাপতি জানিয়েছেন, এ বছর থেকে শিক্ষক ও শিক্ষাকর্মীদের ছেলে-মেয়েদের পরীক্ষা বাদেও পরিবারের কাছের কারও পরীক্ষা থাকলেও ওই শিক্ষক-শিক্ষাকর্মী পরীক্ষক হিসাবে থাকতে পারবেন না। প্রশ্নপত্রের প্যাকেটও খোলা হবে পরীক্ষার্থীদের সামনে। সকাল ১১টা থেকে পরীক্ষা শুরু হবে, চলবে দুপুর ২টো পর্যন্ত। ১০টা ৪৫-এ প্রশ্নপত্র দেওয়া হবে। উল্লেখ্য, ২০২৪-এ মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬২,২৬৪ জন।

Advertisement
আরও পড়ুন