Internship on heritage and culture

সংস্কৃতির ইতিহাস চর্চা শহরে, ইন্টার্নশিপের সুযোগ পাবেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা

শহরের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য নিয়ে পড়াশোনা করতে আগ্রহীদের জন্য বিশেষ ইন্টার্নশিপ করানো হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ জুন ২০২৫ ১৩:১৫
Internship on Kolkata\\\\\\\'s heritage and culture.

কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এই ইন্টার্নশিপের মাধ্যমে কাজের প্রশিক্ষণ দেওয়া হবে। ছবি: সংগৃহীত।

কয়েক শতাব্দীর ইতিহাসের সাক্ষী কলকাতা। এর আনাচে কানাচে রয়েছে শিল্প, সংস্কৃতি, ঐতিহ্যের কাহিনি। হাজার বছরের ইতিহাসের পাতায় চেনা-অচেনা স্থাপত্যের নির্মাণ শৈলীর সূত্র। এই শহরের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য নিয়ে পড়াশোনা করতে আগ্রহীদের সংখ্যা নেহাত কম নয়। তাই তাঁদের জন্য সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদের তরফে একটি ইন্টার্নশিপ করানো হবে।

Advertisement

কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এই ইন্টার্নশিপের মাধ্যমে মিউজ়িয়াম রক্ষণাবেক্ষণ এবং তার ব্যবস্থাপনার খুঁটিনাটি শেখার সুযোগ পাবেন। এ ছাড়াও যোগদানকারীদের জাদুঘরে থাকা সামগ্রীর ক্যাটালগ তৈরি করা বা ডকুমেন্টেশনের কাজের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে প্রকল্প তৈরি করতে হবে। ছবি বা প্রবন্ধ লেখার মাধ্যমে করতে পারবেন তাঁরা। সে ক্ষেত্রে শহরের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে, এমন কোনও ব্যক্তি বা স্থাপত্যকে বেছে নিতে পারবেন।

সাবর্ণ সংগ্রহশালার তরফে দেবর্ষি রায়চৌধুরী জানিয়েছেন, জাতীয় শিক্ষানীতি ২০২০ মেনেই এই ইন্টার্নশিপটির আয়োজন করা হয়েছে। কলকাতা শহরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি নিয়ে চর্চার জন্য মিউজ়িয়ামের পরিবেশে যোগদানকারীদের প্রশিক্ষণ দেওয়া হবে। ইন্টার্নশিপ সম্পূর্ণ হওয়ার পর যোগদানকারীরা শংসাপত্র পাবেন।

কলকাতা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মোট ৯০ জন পড়ুয়া ইতিমধ্যেই এই ইন্টার্নশিপে যোগদান করেছেন। এ ছাড়াও শহরের বেশ কিছু কলেজের পড়ুয়ারাও আবেদন করেছেন। ১৫ থেকে ৩০ দিনের সময়সীমার মধ্যে ১২-১৫ জন পড়ুয়াদের ব্যাচ নিয়ে এই ইন্টার্নশিপটির প্রশিক্ষণ চলবে। অনলাইনে আবেদনের জন্য ৬০০ থেকে ১,০০০ টাকা খরচ করতে হবে।

Advertisement
আরও পড়ুন