UG Admission 2025

সংস্কৃত-সহ একাধিক বিষয় নিয়ে পড়ার সুযোগ, পরীক্ষা দিয়ে ভর্তি হওয়া যাবে স্নাতক স্তরে

কলেজের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন শিক্ষাবর্ষে ভর্তি হওয়ার জন্য আবেদনকারীদের প্রবেশিকা পরীক্ষা দিতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ জুন ২০২৫ ১১:২০
Bankura Christian College.

বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজ। ছবি: সংগৃহীত।

উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে কলেজের পথে বহু শিক্ষার্থী। কেন্দ্রীয় ভাবে স্নাতক স্তরে ভর্তি হওয়ার পোর্টালও দ্রুত চালু হবে। এরই পাশাপাশি, সরকার অনুমোদিত কলেজগুলির তরফে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজে স্নাতক স্তরে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন গ্রহণ করা শুরু করেছে।

Advertisement

কলেজের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ভর্তি প্রক্রিয়ায় আবেদনকারীদের উচ্চ মাধ্যমিক কিংবা সমতুল্য পরীক্ষায় প্রধান চারটি বিষয়ের ৫০ শতাংশ বিবেচিত হবে। এই চারটি বিষয়ের মধ্যে পরিবেশবিদ্যায় প্রাপ্ত নম্বর গ্রহণযোগ্য নয়। এর সঙ্গে কলেজের নিজস্ব প্রবেশিকায় প্রাপ্ত নম্বরের ৫০ শতাংশ যোগ করা হবে।

বিজ্ঞপ্তিতে প্রবেশিকার প্রশ্নপত্রের নম্বর বিভাজন সম্পর্কে রয়েছে কিছু তথ্য। সেগুলি এই:

১. প্রবেশিকা পরীক্ষায় ৪টি অপশনের সঙ্গে ৫০টি মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে।

২. দশম থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রম থেকেই প্রশ্ন থাকবে।

৩. ওএমআর শিটে পরীক্ষা দিতে হবে।

৪. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য দু’নম্বর বরাদ্দ করা হয়েছে।

৫. ভুল উত্তরের জন্য কোনও নেগেটিভ মার্কিং নেই।

উল্লেখ্য, এই কলেজে উদ্ভিদবিদ্যা, রসায়ন, কম্পিউটার সায়েন্স, অর্থনীতি, ইলেকট্রনিক্স, পরিবেশ বিজ্ঞান, ভূগোল, ম্যাথমেটিক্‌স, পুষ্টিবিদ্যা, পদার্থবিদ্যা, শারীরবিদ্যা, জীববিজ্ঞানের মতো বিষয়ের পাশাপাশি বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, শারীরিক শিক্ষা, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত, সমাজবিদ্যার মতো বিষয়ও স্নাতক স্তরে পড়ানো হয়ে থাকে।

আগ্রহী পড়ুয়ারা নিজেদের পছন্দ মতো মেজ়র এবং মাইনর সাবজেক্ট বাছাই করে নিতে পারবেন। অনলাইনের পাশাপাশি কলেজে গিয়েও ভর্তির জন্য আবেদন করা যাবে। আবেদনের শেষ দিন ১৬ জুন। বিভিন্ন বিষয়ে অ্যাডমিশন ফি হিসাবে ৬,০০০ টাকা থেকে ১৭,১০০ টাকা ধার্য করা হয়েছে। এ ছাড়া আবেদনকারীরা ভর্তি সংক্রান্ত অন্য তথ্য জানতে কলেজের ওয়েবসাইট (www.bankurachristiancollege.in) দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন