CCRH Recruitment 2025

রাষ্ট্রায়ত্ত সংস্থার কলকাতার দফতরে কর্মখালি, নেট-গেট উত্তীর্ণেরা পাবেন নিয়োগে অগ্রাধিকার

নিযুক্তদের জন্য পারিশ্রমিক হিসাবে ৫৮ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ জুন ২০২৫ ১৪:২০
Regional Research Institute for Homeopathy, Kolkata.

রিজ়িওনাল রিসার্চ ইনস্টিটিউট ফর হোমিয়োপ্যাথি, কলকাতা। ছবি: সংগৃহীত।

সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিয়োপ্যাথির কলকাতার দফতরে কর্মখালি। কলকাতার রিজ়িওনাল রিসার্চ ইনস্টিটিউট ফর হোমিয়োপ্যাথিতে মাইক্রোবায়োলজি এবং বায়োটেকনোলজি বিভাগে রিসার্চ ফেলো প্রয়োজন। সংশ্লিষ্ট বিভাগে রিসার্চ ফেলো পদে কাজ করতে হবে। শূন্যপদ দু’টি।

Advertisement

মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি, বায়োটেকনোলজি কিংবা লাইফ সায়েন্সেস শাখার কোনও বিষয়ে পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত ব্যক্তিকে নিয়োগ করা হবে। তবে, এ ক্ষেত্রে তাঁদের ন্যূনতম তিন বছরের গবেষণার অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এ ছাড়াও উল্লিখিত যোগ্যতাসম্পন্নরা ন্যাশনাল এলিজ়িবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হলে, তবেই নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

আগ্রহীদের বয়স ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। প্রাথমিক ভাবে মোট ছ’মাসের চুক্তিতে নিযুক্ত করা হবে প্রার্থীদের। তাঁদের পারিশ্রমিক হিসাবে ৫৮ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।

তাই ৩ জুন সমস্ত নথি নিয়ে কলকাতার রিজ়িওনাল রিসার্চ ইনস্টিটিউট ফর হোমিয়োপ্যাথিতে উপস্থিত থাকা প্রয়োজন। এই বিষয়ে আরও জানতে সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিয়োপ্যাথির ওয়েবসাইটে (ccrhindia.ayush.gov.in) মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন