ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় সরকার অধীনস্থ প্রতিষ্ঠানের যাদবপুর কেন্দ্রে কর্মখালি। ওই কেন্দ্রের ১২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির তরফে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই সম্পর্কে বিশদ তথ্য জানানো হয়েছে। নিযুক্তদের কাজ করতে হবে সায়েন্টিস্ট, সিনিয়র সায়েন্টিস্ট, প্রিন্সিপাল সায়েন্টিস্ট পদে।
বায়োলজিক্যাল সায়েন্সেস, ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস, ফিজ়িয়োলজি, লাইফ সায়েন্সেস, ন্যাচরাল সায়েন্সেস, কেমিক্যাল সায়েন্সেস, কেমিক্যাল সায়েন্সেস, টক্সিকোলজি, প্যাথোলজি কিংবা সমতুল্য বিষয়ে পিএইচডি ডিগ্রি প্রাপ্তরা সংশ্লিষ্ট পদে আবেদনের সুযোগ পাবেন। তবে, উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের আবেদনও গ্রহণ করা হবে।
উল্লিখিত পদে আবেদনকারীদের বয়স ৩২ থেকে ৪৫ বছরের মধ্যে থাকতে হবে। নিযুক্তদের জন্য প্রতি মাসে ৬৭ হাজার ৭০০ টাকা থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
প্রার্থীরা অনলাইনে আবেদনপত্র পাঠাতে পারবেন। প্রতিষ্ঠানের প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা অনুযায়ী আবেদন জমা দিতে হবে। জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের অভিজ্ঞতার শংসাপত্র আবেদনপত্রের সঙ্গে থাকা প্রয়োজন। আবেদনের শেষ দিন ২৭ জুন। এই বিষয়ে আরও জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (iicb.res.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।