ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।
কৃষিবিদ্যা বিষয়ে স্নাতক ডিগ্রি রয়েছে? ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের শূন্যপদে নিয়োগের জন্য এমন প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে। প্রতিষ্ঠানের ডিভিশন অফ অ্যাগ্রোনমির একটি গবেষণা প্রকল্পে ইয়ং প্রফেশনাল প্রয়োজন। উল্লিখিত বিষয়ে ডিগ্রি প্রাপ্তদের সংশ্লিষ্ট পদে কাজ করতে হবে। শূন্যপদ ১০টি।
প্রধান ফসল চাষাবাদের কলাকৌশলে পরিবর্তন এবং এর সুস্থায়ী পদ্ধতিতে উৎপাদনশীলতা বৃদ্ধি সংক্রান্ত একটি গবেষণা প্রকল্পে নিযুক্তদের কাজ করতে হবে। এই প্রকল্পে আর্থিক অনুদান দিয়েছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর)। সংস্থার তরফে নিযুক্তদের পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ৩০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। এ ছাড়াও তাঁদের মাটি, এবং ফসলের পুষ্টিগুণ বিশ্লেষণ সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। নিযুক্তদের নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ করতে হবে।
আগ্রহীরা আবেদনপত্র জমা দিতে পারবেন ১৫ জুন পর্যন্ত। এর জন্য তাঁদের অনলাইনে একটি ফর্ম পূরণ করে ওই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। ওই আবেদনের নিরিখে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের জন্য ইন্টারভিউ নেওয়া হবে। ২৩ জুন ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটে ইন্টারভিউটি হতে চলেছে। এই বিষয়ে আরও জানতে সংস্থার ওয়েবসাইট (www.iari.res.in)-এ গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।