WB School admission

স্কুলে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণিতে লটারিতেই ভর্তি

প্রাক-প্রাথমিকে কোন‌ও শিশু ভর্তি হতে গেলে ১ জানুয়ারি ২০২৬ তার বয়স হতে হবে ৫ বছরের ঊর্ধ্বে কিন্তু ৬ বছরের কম। ছয় থেকে ১৪ বছরের পড়ুয়ারা কোন ক্লাসে ভর্তি হতে পারবে তার তথ্য তুলে ধরা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ১৯:৫৪
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করল সরকার। সরকারি, সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ২০২৬ শিক্ষাবর্ষে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।

Advertisement

শিক্ষা দফতরের ব্যাখ্যা, নতুন কোন‌ও নিয়ম তৈরি হয়নি, কোনও নিয়ম বদলানো হয়নি। প্রতি বারের মতো এ বছর ভর্তি নেওয়া হবে লটারি মাধ্যমে। তবে আবেদনকারী কোনও পড়ুয়া যাতে বঞ্চিত না হয়, তা দেখবেন স্কুল কর্তৃপক্ষ। কোন‌ও স্কুলে আসন পূর্ণ হয়ে গেলে পড়ুয়াকে পাঠাতে হবে পার্শ্ববর্তী কোন‌ও স্কুলে। তা ছাড়াও প্রাথমিক স্কুল চত্বরে যদি উচ্চ প্রাথমিক বা মাধ্যমিক স্তরের স্কুল থাকে, তা হলে প্রাথমিক স্কুলের ওই পড়ুয়া সরাসরি উচ্চ প্রাথমিক বা মাধ্যমিক স্তরের স্কুলে ভর্তি হয়ে যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রাক-প্রাথমিকে কোন‌ও শিশু ভর্তি হতে গেলে ১ জানুয়ারি ২০২৬ তার বয়স হতে হবে ৫ বছরের ঊর্ধ্বে কিন্তু ৬ বছরের কম। ছয় থেকে ১৪ বছরের পড়ুয়ারা কোন ক্লাসে ভর্তি হতে পারবে তার তথ্য তুলে ধরা হয়েছে।

প্রথম শ্রেণিতে ভর্তি হতে গেলে পড়ুয়ার বয়স হতে হবে ছয় বছর, তবে সাত বছরের কম।

দ্বিতীয় শ্রেণিতে ভর্তি হতে গেলে বয়স হতে হবে সাত বছর, কিন্তু আট বছরের কম।

তৃতীয় শ্রেণিতে ভর্তি হতে গেলে বয়স হতে হবে আট বছর, তবে ন’বছরের কম।

চতুর্থ শ্রেণিতে ভর্তি হতে গেলে বয়স হতে হবে ন'বছর, কিন্তু অনূর্ধ্ব ১০ বছর।

পঞ্চম শ্রেণিতে ভর্তি হতে গেলে বয়স হতে হবে ১০ বছর, কিন্তু ১১ বছরের কম।

ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে গেলে বয়স হতে হবে ১১ বছর, কিন্তু অনূর্ধ্ব ১২ বছর।

সপ্তম শ্রেণিতে ভর্তি হতে গেলে বয়স হতে হবে ১২ বছর, তবে ১৩ বছরের কম।

পঞ্চম শ্রেণিতে ভর্তি হতে গেলে বয়স হতে হবে ১৩ বছর, তবে ১৪ বছরের কম।

অন্য দিকে, বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের যাতে ১৮ বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ হয়, তা হিসাব করে ভর্তি করাতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন