SSC Exam Calendar 2026–27

কনস্টেবল থেকে স্নাতক— কোন মাসে কোন বিভাগের নিয়োগ পরীক্ষা হতে চলেছে? সূচি প্রকাশ করল স্টাফ সিলেকশন কমিশন

স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) ২০২৬-২৭ অর্থবর্ষে বিভিন্ন পদে নিয়োগের জন্য পরীক্ষা আয়োজন করতে চলেছে। কবে কোন পরীক্ষা হবে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ১০:৫৩

গ্রাফিক: আনন্দবাজার ডট কম ডেস্ক

স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগ করতে চলেছে। বছরের শুরুতেই কবে কোন বিভাগের পরীক্ষা নেওয়া হবে, তা জানিয়ে দেওয়া হয়েছে কমিশনের তরফে।

Advertisement

মার্চ মাস মোট ছ’টি বিভাগে নিয়োগের পরীক্ষার আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হতে চলেছে। এর মধ্যে রয়েছে জুনিয়র এবং সিনিয়র সেক্রেটারিয়ট অ্যাসিস্ট্যান্ট, লোয়ার এবং আপার ডিভিশন ক্লার্ক ও অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার নিয়োগের বিভাগীয় পরীক্ষা। ১৬ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত আবেদনের সুযোগ থাকছে। পরীক্ষা মে মাসে নেওয়া হবে।

এ ছাড়াও ওই মাসেই জুনিয়র ইঞ্জিনিয়ার, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এগ্‌জ়ামিনেশন (সিজিএল), সিলেকশন পোস্ট এগ্‌জ়ামিনেশন-এর জন্য আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হতে চলেছে। উল্লিখিত পরীক্ষাগুলি মে থেক জুন মাসের মধ্যে নেওয়া হবে।

এপ্রিল মাসে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এগ্‌জ়ামিনেশন, স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড ডি এবং কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেটরস এগ্‌জ়ামিনেশন-এর আবেদন প্রক্রিয়া শুরু হবে। পরীক্ষা জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

মে, জুন এবং সেপ্টেম্বর মাসে মাল্টি টাস্কিং স্টাফ, সাব ইনস্পেক্টর এবং কনস্টেবল নিয়োগের পরীক্ষার জন্য আবেদনের পোর্টাল চালু করা হবে। পরীক্ষা ২০২৭-এর জানুয়ারি থেকে মার্চ-এর মধ্যে হতে চলেছে।

তবে, কমিশন এ-ও জানিয়েছে, প্রশাসনিক কারণে পরীক্ষার দিন বদল হতে পারে। এর জন্য এসএসসি-র ওয়েবসাইট-এ নজর রাখতে হবে নিয়মিত।

Advertisement
আরও পড়ুন