IIM Indore Admission

চাকরি করতে করতেই ম্যানেজমেন্ট ডিগ্রি অর্জনের আগ্রহী! সুযোগ মিলবে আইআইএম ইনদওরে

মাস্টার অফ ম্যানেজমেন্ট স্টাডিজ় পড়ার সুযোগ। দু’বছরের প্রোগ্রাম। কোর্স মূল্য ১৪ লক্ষ টাকা। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ১৫:২৫
আইআইএম ইনদওর।

আইআইএম ইনদওর। ছবি: সংগৃহীত।

ইনদওরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) দিচ্ছে চাকরিরতদের জন্য উচ্চস্তরে পড়ার সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এই সুযোগ শুধুমাত্র চাকরিরতদের জন্যই।

Advertisement

মাস্টার অফ ম্যানেজমেন্ট স্টাডিজ় পড়ার সুযোগ দিচ্ছে। দু’বছরের প্রোগ্রাম এটি। কোর্স মূল্য ১৪ লক্ষ টাকা। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। ৫০ শতাংশ নম্বর-সহ স্নাতক স্তর উত্তীর্ণ হওয়া চাই। স্নাতকোত্তর হলেও আবেদন করা যাবে। দু’বছরের চাকরির অভিজ্ঞতা থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

প্রথমে ইনদওরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘অ্যাডমিশন’-এ যাওয়া প্রয়োজন। সেখান থেকেই বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ২৮ ডিসেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আইআইএম, ইনদওরের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন