DVC recruitment 2026

ডিভিসি-তে ন’জন কর্মী প্রয়োজন, আবেদনের ন্যূনতম যোগ্যতা কী? আবেদন করবেন কী ভাবে?

নিযুক্তদের কলকাতার সদর দফতর বা রাজ্যে ডিভিসি-র কোনও খনি অঞ্চলে কাজের দায়িত্ব পালন করতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ১৩:৫৬
ডিভিসি।

ডিভিসি। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের অধীনস্থ দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)-তে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সংস্থার তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনপত্র জমা দেওয়ার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

Advertisement

সংস্থায় নিয়োগ করা হবে ডেপুটি ম্যানেজার (মাইনিং) পদে। শূন্যপদের সংখ্যা নয়। নিযুক্তদের কলকাতার সদর দফতর বা রাজ্যে ডিভিসি-র কোনও খনি অঞ্চলে কাজের দায়িত্ব পালন করতে হবে। সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। এম-৩ গ্রেডের এই পদে নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ৬৭,৭০০ থেকে ২,০৮,৭০০ টাকা। আবেদনকারীদের মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে, দু’ক্ষেত্রেই প্রয়োজন ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর। পাশাপাশি ন্যূনতম চার বছরের পেশাগত অভিজ্ঞতাও থাকতে হবে। যাঁদের মাইন্স ম্যানেজার কম্পিটেন্সি সার্টিফিকেট থাকবে, তাঁরা নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

আবেদন করবেন কী ভাবে?

প্রথমে ডিভিসি-র ওয়েবসাইটে (https://www.dvc.gov.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩ জানুয়ারি ২০২৬। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ডিভিসি-র ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখুন।

Advertisement
আরও পড়ুন