আইআইএম বোধগয়া। ছবি: সংগৃহীত।
বোধগয়ার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) উচ্চস্তরের ডিগ্রি অর্জনের সুযোগ দিচ্ছে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গেলেই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখা যাবে।
ম্যানেজমেন্ট বিষয়ে পিএইচডি-তে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। এটি আবাসিক প্রোগ্রাম। অর্থাৎ প্রতিষ্ঠানে থেকে পড়াশোনা করতে হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর উত্তীর্ণ হওয়া চাই। প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। ক্যাট অথবা গেট উত্তীর্ণ হওয়া চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আবেদন করবেন কী ভাবে?
আইআইএম, বোধগয়ার ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ৩১ মার্চ ২০২৬ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আইআইএম বোধ গয়ার ওয়েবসাইটটি দেখে নিতে হবে।