International Mother Language Day 2025

কেন পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস? আজকের পড়ুয়াদের তারই পাঠ উত্তর কলকাতার স্কুলে

কেন পালন করা হয় এই দিনটি? কী তার পটভূমি? বর্তমানে অনেক স্কুলপড়ুয়ার কাছেই তা অজানা।

Advertisement
অর্পিতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৮

নিজস্ব চিত্র।

একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বছরের এই দিনটি যে শুধুই বাংলা ভাষা দিবস উদযাপনের, এমনটা নয়। এ দিনটা রফিক, জব্বার, সালামের মতো ভাষা আন্দোলনে শহিদদের সম্মান জানানোরও দিন।

Advertisement

যে ভাষা কখনও শেখাতে হয় না, যে ভাষায় স্বচ্ছন্দে মনের অনুভূতি প্রকাশ করা হয়, তা-ই হচ্ছে মাতৃভাষা। কিন্তু কেন পালন করা হয় এই দিনটি? কী তার পটভূমি? বর্তমানে অনেক স্কুলপড়ুয়ার কাছেই তা অজানা। তাদের সে পাঠ দিতেই উদ্যোগী হল উত্তর কলকাতার দ্য পার্ক ইনস্টিটিউশন। দায়িত্বের সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পুঙ্খানুপুঙ্খ তথ্য তারা তুলে ধরেছে স্কুলের পড়ুয়াদের কাছে।

প্রধান শিক্ষক সুপ্রিয় পাঁজা বলেন, ‘‘বিশ্ব জুড়ে যে কারণে মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে, সেই কারণটাই হারিয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করেছি আমাদের ছাত্রদের কাছে বাংলা ভাষার মর্ম তুলে ধরার।’’ শুধু ইতিহাসের চর্চাই নয়, ভাষা দিবস নিয়ে আগ্রহ বৃদ্ধিতে পড়ুয়ারা নিজেরাই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

নিজস্ব চিত্র।

নিজস্ব চিত্র।

চলতি বছরে শতবর্ষে পা দিয়েছে উত্তর কলকাতার এই স্কুল। সেই সুবাদে বছরভর চলছে একাধিক অনুষ্ঠান। স্কুলের পড়ুয়ারা নিজে হাতে তৈরি করেছে মৌলিক অধিকার, লোকসভা, সোলার প্যানেল নিয়ে বিশেষ প্রজেক্ট। চলতি সপ্তাহে স্কুলের সব পড়ুয়ার ‘হেলথ চেকআপ’-এরও আয়োজন করেছে স্কুল। এ ছাড়াও শতবর্ষে ১০০ জনকে নিয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন