Research Associate Jobs 2026

সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজ়িক্স-এ গবেষক প্রয়োজন, কারা পাবেন গবেষণার সুযোগ?

কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি-এর অধীনস্থ সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজ়িক্স-এ রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ১১:৫৫
সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজ়িক্স।

সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজ়িক্স। ছবি: সংগৃহীত।

কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি-র অধীনস্থ সংস্থায় চাকরির সুযোগ। রিসার্চ অ্যাসোসিয়েট পদে ওই সংস্থায় গবেষক নিয়োগ করা হবে। শূন্যপদ ১২টি।

Advertisement

সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজ়িক্স-এর বায়োফিজ়িক্যাল সায়েন্সেস; অ্যাটমিক, নিউক্লিয়ার অ্যান্ড হাই এনার্জি ফিজ়িক্স, থিয়োরেটিক্যাল ফিজ়িক্স; কনডেন্সড ম্যাটার, সারফেস ফিজ়িক্স অ্যান্ড মেটিরিয়াল সায়েন্স বিভাগে তাঁদের কাজ করতে হবে।

তাই রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে কাজ করতে আগ্রহীদের ফিজ়িক্যাল এবং বায়োফিজ়িক্যাল সায়েন্সেস বিষয়ে পিএইচডি থাকা আবশ্যক। এ ছাড়াও তাঁদের মলিকিউলার বায়োলজি, নিউমেরিক্যাল রে ট্রেসিং, গ্রিন এনার্জি রিসার্চ-এর মতো বিষয় নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।

মোট এক বছরের চুক্তিতে প্রাথমিক পর্যায়ে কাজ চলবে। ওই মেয়াদ পরবর্তী ১২ মাসের জন্য বৃদ্ধি পেতে পারে। নিযুক্তদের প্রতি মাসে ৫৮,০০০ টাকা থেকে ৬১,০০০ টাকা পর্যন্ত পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।

আগ্রহীরা ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে পারবেন। ১৬ জানুয়ারি আবেদনের শেষ দিন। আবেদনপত্রে জীবনপঞ্জির সঙ্গে শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের শংসাপত্রের মতো নথি থাকা প্রয়োজন।

Advertisement
আরও পড়ুন