সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।
ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষিতদের চাকরির সুযোগ। কলকাতার রাষ্ট্রায়ত্ত গবেষণাকেন্দ্রে সায়েন্টিস্ট পদে তাঁদের নিয়োগ করা হবে। শূন্যপদ ২৮টি।
সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট-এর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে কাজের জন্য সায়েন্টিস্ট নিয়োগ করা হবে। তাঁদের গবেষণাগারে বিজ্ঞান এবং প্রযুক্তিনির্ভর গবেষণা প্রকল্পের কাজেও দায়িত্ব সামলাতে হবে।
রসায়ন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল টেকনোলজি, মেটিরিয়াল সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেটিরিয়াল সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি, সেরামিক টেকনোলজি, ফটোনিক্স, অপটোইলেকট্রনিক্স-এর মতো বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের সুযোগ পাবেন। এ ছাড়াও উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নেরাও আবেদনের সুযোগ পাবেন।
তবে, যাঁদের কোনও সরকারি সংস্থার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে কাজের পূর্ব অভিজ্ঞতা রয়েছে, নিয়োগের ক্ষেত্রে তাঁদেরই অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনকারীর বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। তাঁদের জন্য মাসিক বেতন হিসাবে ১,৩২,৬০০ টাকা বরাদ্দ করা হয়েছে। নিযুক্তদের স্থায়ী পদে নিয়োগ করা হবে।
আগ্রহীদের অনলাইনে আবেদন জমা দিতে হবে। তাঁরা সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট-এর ওয়েবসাইট-এ গিয়ে সায়েন্টিস্ট পদের জন্য জীবনপঞ্জি-সহ আনুষঙ্গিক নথি জমা দিতে পারবেন। আবেদনের শেষ দিন ২৯ ডিসেম্বর।