SSC 154 Candidates

স্কুল সার্ভিস কমিশনের ১৫৪ প্রার্থীর তথ্য যাচাইয়ের তালিকা প্রকাশ

একাদশ-দ্বাদশের যে সব চাকরিপ্রার্থী আবেদনের সময় তাঁদের জাতিগত বিভাগ উল্লেখ করেননি, তাঁদের একটি অংশ আদালতের দ্বারস্থ হয়ে ক্যাটাগরি আপডেট করার সুযোগ দেওয়ার আর্জি জানান।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ২৩:০৭
গ্রাফিক: আনন্দবাজার ডট কম

গ্রাফিক: আনন্দবাজার ডট কম

হাইকোর্টের নির্দেশে ১৫৪ জন চাকরিপ্রার্থীর তথ্য যাচাইয়ের জন্য নামের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)।

Advertisement

একাদশ-দ্বাদশের যে সব চাকরিপ্রার্থী আবেদনের সময় তাঁদের জাতিগত বিভাগ উল্লেখ করেননি, তাঁদের একটি অংশ আদালতের দ্বারস্থ হয়ে ক্যাটাগরি আপডেট করার সুযোগ দেওয়ার আর্জি জানান। তাঁদের দাবি ছিল, এই জাতিগত বিভাগ লিখলে বিষয়ভিত্তিক কাট অফ নম্বরে তাঁদের নাম চলে আসবে এবং তাঁরা ইন্টারভিউয়ের জন্য তথ্য যাচাইয়ে সুযোগ পাবেন। কলকাতা হাই কোর্ট তাঁদের এই আবেদন মঞ্জুর করেছিল।

সেই আবেদনের ভিত্তিতে ১৫৪ জন চাকরিপ্রার্থী ইন্টারভিউয়ের জন্য তথ্য যাচাইয়ের সুযোগ পেয়েছেন। শনিবার সন্ধ্যায় স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে তাঁদের সেই তালিকা প্রকাশ করা হয়েছে। এই প্রার্থীদের তথ্য যাচাই হবে চলতি বছরের শেষে ৩০ ডিসেম্বর।

সকাল ১১ থেকে এই তথ্য যাচাই শুরু হবে। এই প্রক্রিয়া হবে কেন্দ্রীয় ভাবে করুণাময়ীতে এসএসসি-র নতুন ভবনে। সে দিন তাঁদের প্রয়োজনীয় নথি নিয়ে আসতে হবে। তবে যে সমস্ত প্রার্থী দূর থেকে আসবে তাঁদের অভিযোগ, তথ্য যাচাইয়ের জন্য হাতে রয়েছে মাত্র তিন দিন সময়।

Advertisement
আরও পড়ুন