UBKV Recruitment 2025

গবেষক প্রয়োজন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে, গবেষণার বিষয় কী?

আগামী ১২ জুন বিশ্ববিদ্যালয়ে দুপুর ১টা থেকে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ১৮:৪৩
UBKV

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

সেই প্রকল্পের জন্য প্রয়োজন গবেষকের। সম্প্রতি সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহীদের এর জন্য আগে থেকে আবেদনপত্র পাঠাতে হবে না।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের প্রকল্পটি একটি বেসরকারি সংস্থা জেইউ এগ্রি সায়েন্সেস প্রাইভেট লিমিটেডের অর্থপুষ্ট। এর জন্য প্রজেক্ট ফেলো পদে নিয়োগ হবে। শূন্যপদ রয়েছে একটি। নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য পুরুষ এবং মহিলা প্রার্থীদের বয়স যথাক্রমে ৩৫ এবং ৪০ বছরের মধ্যে থাকতে হবে। নিযুক্ত ব্যক্তিকে মাসে ১৫,০০০ টাকা সাম্মানিক দেওয়া হবে।

আবেদনকারীদের এগ্রিকালচার বা প্ল্যান্ট প্যাথোলজিতে স্নাতকোত্তর হতে হবে। পাশাপাশি, কম্পিউটার পরিচালনা সম্পর্কিত জ্ঞান থাকা জরুরি। নিয়োগের ক্ষেত্রে উচ্চ যোগ্যতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।

আগামী ১২ জুন বিশ্ববিদ্যালয়ে দুপুর ১টা থেকে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি নিয়ে উপস্থিত হতে হবে। এই বিষয়ে বাকি তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন