PhD Admission 2026

দর্শনে পিএইচডি করতে আগ্রহী! বিশেষ শর্তে আবেদনের সুযোগ দেবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয়ের তরফে বাংলা, বাণিজ্য, কম্পিউটার সায়েন্স-সহ বিভিন্ন বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ১১:১৩

ছবি: এআই।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় দিচ্ছে বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে মোট ২৫টি বিষয়ে পিএইচডি ডিগ্রি কোর্সে ভর্তি নেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে ভর্তি হওয়ার আবেদন জানাতে পারবেন।

Advertisement

কোন কোন বিষয়ে ভর্তি নেওয়া হবে?

বাংলা, ইংরেজি, সাঁওতালি, সংস্কৃত, দর্শন, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, গণিত, উদ্ভিদবিদ্যা, রসায়ন, প্রাণিবিদ্যা, পরিবেশবিজ্ঞান, নৃতত্ত্ব, সমাজবিদ্যা, মৎস্যবিজ্ঞান, বায়ো-মেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, মাইক্রোবায়োলজি, ফিজ়িয়োলজি, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, ম্যানেজমেন্ট, কম্পিউটার সায়েন্স— এ পিএইচডি করার সুযোগ থাকছে।

কারা করতে পারবেন?

উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন এবং সরকারি ফেলোশিপ পাওয়া প্রার্থীরা পিএইচডি কোর্সে ভর্তি হতে পারবেন।

কী ভাবে আবেদন করবেন?

অনলাইনে একটি ফর্ম পূরণ করে প্রার্থীরা আবেদন জমা দিতে পারবেন। নির্দিষ্ট পোর্টাল মারফত শিক্ষাগত যোগ্যতা এবং ফেলোশিপ সংক্রান্ত সমস্ত নথি পাঠাতে হবে।

আবেদনের শেষ দিন?

৭ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পোর্টাল চালু থাকবে। আবেদনমূল্য হিসাবে ১,০০০ টাকা ধার্য করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন