বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় একাধিক বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ দিচ্ছে। সাহিত্য, ভাষা, চারুকলা, সমাজবিজ্ঞান, বিজ্ঞান, সঙ্গীত, নৃত্য, শিল্পকলা, কৃষিবিদ্যা এবং এডুকেশনের একাধিক বিষয়ে পিএইচডি ডিগ্রি কোর্স করতে পারবেন।
কী কী বিষয় রয়েছে?
ফিজ়িক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স, অ্যানিমেল সায়েন্স, প্লান্ট প্যাথোলজি, এগ্রিকালচারাল এন্টোমোলজি, শিল্প সদন, রুরাল স্টাডিজ়, হিস্ট্রি অফ আর্টস, ডিজ়াইন, রবীন্দ্রসঙ্গীত, ধ্রুপদী সঙ্গীত, মণিপুরী নৃত্য, রাশিবিজ্ঞান, প্রাণিবিদ্যা, ইন্টিগ্রেটেড সায়েন্স, রসায়ন, পদার্থবিদ্যা, বায়োটেকনোলজি, ওমেন স্টাডিজ়, কম্প্যারেটিভ রিলিজ়িয়ন, দর্শন, এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, কালচার অ্যান্ড আর্কিয়োলজি; গণজ্ঞাপন, অর্থনীতি, জাপানি, চিনা ভাষা, সংস্কৃত, পালি ও প্রাকৃত; অহমিয়া, ওড়িয়া, মারাঠি-সহ আরও বেশ কিছু বিষয়ে পিএইচডি করার সুযোগ রয়েছে।
কোন বিভাগে কত আসন?
কারা আবেদন করতে পারবেন?
উল্লিখিত বিষয়ে চার বছরের স্নাতক কোর্স এবং এক বছরের স্নাতকোত্তর কোর্স সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিরা পিএইচডি-র জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়াও তিন বছরের স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং দু’বছরের স্নাতকোত্তর স্তরের কোর্স সম্পূর্ণ করেছেন, তাঁদের আবেদনও গ্রহণ করা হবে। এ জন্য স্নাতকোত্তর স্তরে প্রার্থীদের ন্যূনতম ৭৫ শতাংশ নম্বর থাকা প্রয়োজন।
কত বছরের পিএইচডি কোর্স?
পিএইচডি কোর্স অন্তত তিন বছর পর্যন্ত করতে হবে। এর মেয়াদ সর্বাধিক ছ’বছর পর্যন্ত হতে পারে। এ ক্ষেত্রে প্রার্থীদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন। তবে, যাঁরা গ্র্যাজুয়েশন অ্যাপটিটউড টেস্ট (গেট) কিংবা সমতুল সর্বভারতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ করেছেন, তাঁদেরও ভর্তি নেওয়া হবে।
কী ভাবে ভর্তি হবে?
লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।
আবেদনের শর্তাবলি:
অনলাইনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনমূল্য হিসাবে ১,০০০ টাকা নেওয়া হবে। আগ্রহীরা ১৭ অক্টোবর পর্যন্ত আবেদন পাঠাতে পারবেন।