Apprenticeship Recruitment 2025

দক্ষিণ-মধ্য রেলে দু’হাজারেরও বেশি শিক্ষানবিশ প্রয়োজন, দশম উত্তীর্ণেরা পাবেন আবেদনের সুযোগ

শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) হিসাবে ১৫ থেকে ২৪ বছর বয়সিদের দক্ষিণ-মধ্য রেলের বিভিন্ন ডিভিশনে প্রশিক্ষণ দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৫ ১১:৩৫
More than two thousand apprentices will be trained on the railways.

রেলে দু’হাজারেরও বেশি শিক্ষানবিশদের প্রশিক্ষণ দেওয়া হবে। — ফাইল চিত্র।

রেলে শিক্ষানবিশ প্রয়োজন। তাঁদের অ্যাপ্রেন্টিসশিপের প্রশিক্ষণ দেওয়া হবে। মোট ২,৮৬৫ জন ওই প্রশিক্ষণের সুযোগ পাবেন। প্রশিক্ষণ দক্ষিণ-মধ্য রেলের বিভিন্ন ডিভিশনের দেওয়া হবে।

Advertisement

কোথায় হবে প্রশিক্ষণ?

অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, কর্নাটক, মহারাষ্ট্র— এই চারটি রাজ্যকে নিয়ে দক্ষিণ-মধ্য রেল ডিভিশন কাজ করে। ওই ডিভিশনের অধীনেই দশম উত্তীর্ণদের শিক্ষানবিশির প্রশিক্ষণ দেওয়া হবে। এ ক্ষেত্রে তাঁদের ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং (এনসিভিটি) কিংবা স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং-এর (এসসিভিটি) অধীনে নির্দিষ্ট ট্রেডে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকা প্রয়োজন।

কারা পাবেন প্রশিক্ষণ?

দশমের পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতেই হবে। যে সমস্ত ট্রেডে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট প্রয়োজন, সেগুলি হল— কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক, ফিটার, প্লাম্বার, ওয়েল্ডার, ব্ল্যাকস্মিথ, টার্নার, ওয়্যারম্যান। প্রশিক্ষণের সময় অ্যাপ্রেন্টিস অ্যাক্ট, ১৯৬১ অনুযায়ী, তাঁদের প্রতি মাসে ভাতা বরাদ্দ করা হবে।

কী ভাবে যোগ্যতা যাচাই?

ট্রেড এবং দশমের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের নিরিখে শিক্ষানবিশির জন্য প্রার্থীদের বাছাই করা হবে। এর জন্য তাঁদের প্রি-এনগেজমেন্ট মেডিক্যাল ফিটনেস টেস্টেও পাশ করা প্রয়োজন।

আবেদনের শর্তাবলি:

অনলাইনে দক্ষিণ মধ্য রেলের ওয়েবসাইট মারফত (wcr.indianrailways.gov.in) ৩০ অগস্ট থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদনমূল্য হিসাবে ১৪১ টাকা ধার্য করা হয়েছে। এ ক্ষেত্রে ১৫ থেকে ২৪ বছর বয়সিরাই আবেদনের সুযোগ পাবেন।

Advertisement
আরও পড়ুন