WB Govt Jobs 2025

কমিউনিটি অডিটর প্রয়োজন বাঁকুড়া জেলায়, সুযোগ পেতে পারেন ৪৭জন

চুক্তির ভিত্তিতে নিযুক্তদের কাজ করতে হবে। কাজের মেয়াদ প্রয়োজন অনুযায়ী বৃদ্ধি পেতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৫ ১৪:৫৯

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

বাঁকুড়া জেলায় কর্মী নিয়োগ করা হবে। জেলার প্রশাসনিক ওয়েবসাইট মারফত অন্নধারা প্রকল্পে কমিউনিটি অডিটর নিয়োগের বিশদ তথ্য জানানো হয়েছে।

Advertisement

ওই পদে নিযুক্তকে চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। কাজের মেয়াদ প্রয়োজন অনুযায়ী বৃদ্ধি পেতে পারে। বাণিজ্য বিভাগে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণেরা ওই পদে আবেদনের সুযোগ পাবেন। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের অন্নধারা প্রকল্প এবং স্বনির্ভর গোষ্ঠীর কাজের আর্থিক খতিয়ানের রিপোর্ট তৈরির কাজ করতে হবে।

এ জন্য প্রার্থীদের কোনও স্বনির্ভর গোষ্ঠী বা স্বেচ্ছাসেবী সংস্থার সক্রিয় সদস্য হওয়া প্রয়োজন। এ ছাড়াও প্রার্থীদের বুককিপিং এবং অ্যাকাউন্টিং-এর কাজে দক্ষতা থাকা চাই। কারণ তাঁদের অডিট রিপোর্ট তৈরির কাজ করতে হবে। প্রার্থীদের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে হওয়া দরকার।

লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। সে জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ ডিসেম্বর।

Advertisement
আরও পড়ুন