Stenographer Govt Jobs 2025

উত্তর ২৪ পরগনায় ১৯ জন স্টেনোগ্রাফার প্রয়োজন, দ্বাদশ উত্তীর্ণরা পাবেন আবেদনের সুযোগ

নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৩২,১০০ টাকা থেকে ৮২,৯০০ টাকা বেতনক্রমে পারিশ্রমিক দেওয়া হবে। এ ক্ষেত্রে আবেদনকারীদের স্টেনোগ্রাফার হিসেবে দক্ষতা থাকা বাঞ্ছনীয়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৫৮
stenographer jobs in India.

প্রতীকী চিত্র।

দ্বাদশ উত্তীর্ণদের জন্য সরকারি দফতরে চাকরির সুযোগ। স্টোনোগ্রাফার পদে প্রার্থী প্রয়োজন। উত্তর ২৪ পরগনার ডিস্ট্রিক্ট জাজের দফতরে ওই পদে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement

কারা আবেদন করতে পারবেন?

দ্বাদশ উত্তীর্ণ প্রার্থীরা স্টেনোগ্রাফার পদে আবেদনের সুযোগ পাবেন। তবে তাঁদের স্টেনোগ্রাফার হিসেবে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।

দক্ষতা:

· প্রতি মিনিটে শর্টহ্যান্ড পদ্ধতিতে ১০০টি শব্দ এবং টাইপ রাইটিংয়ের মাধ্যমে ৩০টি শব্দ লিখতে পারার দক্ষতা থাকা প্রয়োজন।

· কম্পিউটার ব্যবহার করে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

পদ সংখ্যা:

স্টেনোগ্রাফার চুক্তির ভিত্তিতে মোট ১৯ জন প্রার্থীকে নিয়োগ করা হবে।

বয়স:

স্টেনোগ্রাফার পদে ১৮ থেকে ৩২ বছর বয়সি প্রার্থীদের আবেদন গৃহীত হবে।

নিয়োগের পদ্ধতি:

নিয়োগের সময়ে প্রার্থীদের শর্টহ্যান্ড এবং টাইপ রাইটিংয়ের দক্ষতা পরীক্ষার মাধ্যমে যাচাই করে নেওয়া হবে।

বেতন:

নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৩২,১০০ টাকা থেকে ৮২,৯০০ টাকা বেতনক্রমে পারিশ্রমিক দেওয়া হবে।

অনলাইনে প্রার্থীদের আবেদন পাঠাতে হবে ২ মার্চের মধ্যে। আবেদনপত্রের সঙ্গে অন্যান্য প্রয়োজনীয় নথিও থাকা প্রয়োজন। নিয়োগ এবং আবেদন সংক্রান্ত বিষয়ে আরও সবিস্তার জানতে প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন