WB Govt Jobs 2025

রাজ্য সরকারি সংস্থায় ইঞ্জিনিয়ার নিয়োগ, আবেদনের শেষ দিন কবে?

ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ডের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ইঞ্জিনিয়ার নিয়োগের বিষয়ে বিশদ তথ্য জানানো হয়েছে। আগ্রহীরা একটি ফর্ম পূরণ করে আবেদনপত্র পাঠাতে পারবেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০০
West Bengal State Agricultural Marketing Board.

ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ড। ছবি: সংগৃহীত।

রাজ্য সরকারি সংস্থায় কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে সম্প্রতি একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ডের তরফে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ তিনটি।

Advertisement

উল্লিখিত পদে প্রাথমিক ভাবে নির্দিষ্ট সময়ের চুক্তিতে কর্মী নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। প্রার্থীদের সিভিল এবং ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে। ন্যূনতম পাঁচ বছর কোনও প্রজেক্ট সাইটে ইঞ্জিনিয়ার হিসাবে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

এ ক্ষেত্রে যাঁরা উল্লিখিত বিষয়ে ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন, তাঁরাও আবেদনের সুযোগ পাবেন। তবে, এ ক্ষেত্রে তাঁদের ন্যূনতম ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।নিযুক্তদের বেতন হিসাবে প্রতি মাসে ৩২,৫০০ টাকা দেওয়া হবে।

আগ্রহীরা অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন। ওই পদে আবেদনের সুযোগ পাবেন অনূর্ধ্ব ৪০ বছর বয়সিরা। আগ্রহীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার নথি, কর্মজীবনের শংসাপত্রের মতো গুরুত্বপূর্ণ নথি-সহ আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে।

তবে প্রার্থীরা ইমেল মারফতও আবেদনপত্র পাঠাতে পারবেন। আবেদনের শেষ দিন ২৮ ফেব্রুয়ারি। এই বিষয়ে আরও জানতে সংশ্লিষ্ট দফতরের ওয়েবসাইটে নজর রাখতে পারেন।

Advertisement
আরও পড়ুন