WB Health Recruitment 2025

বীরভূমের সিউড়ি সদর হাসপাতালে কর্মখালি, কোন পদে হবে নিয়োগ?

প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। মোট ১৩ জনকে নিয়োগ করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ মে ২০২৫ ১৪:৩৭
Medical jobs.

প্রতীকী চিত্র।

বীরভূমের সিউড়ি সদর হাসপাতালে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বিশদ তথ্য দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, হাউস স্টাফ পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ ১৩।

Advertisement

প্রার্থীদের ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি থাকা প্রয়োজন। সে ক্ষেত্রে তাঁদের ইন্টার্নশিপের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। নির্দিষ্ট সময়ের চুক্তিতে নিযুক্তদের বহাল রাখা হবে। তাঁদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

সংশ্লিষ্ট পদের জন্য সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। তাই আগ্রহীদের নির্দিষ্ট দিনে জন্ম এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, সরকারি পরিচয়পত্র, জীবনপঞ্জি-সহ অন্যান্য আনুষঙ্গিক নথি নিয়ে হাসপাতালে উপস্থিত থাকতে হবে।

সংশ্লিষ্ট পদের জন্য ২২ মে ইন্টারভিউ নেওয়া হবে। ওই দিন বেলা ১০টার মধ্যে হাসপাতালের কার্যালয়ে পৌঁছে যেতে হবে। এই বিষয়ে আরও তথ্য জেনে নিতে হলে প্রার্থীদের পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন