ECIL Recruitment 2025

বিটেক বা ডিপ্লোমা করেছেন, রয়েছে কাজের অভিজ্ঞতা! চাকরি মিলতে পারে রাষ্ট্রায়ত্ত সংস্থায়

নিযুক্ত ব্যক্তিরা প্রতি মাসে ২৫ হাজার টাকা থেকে ৫৫ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ জুন ২০২৫ ১৪:২৬
Electronics Corporation of India Limited.

ইলেক্ট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। ছবি: সংগৃহীত।

ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন, সঙ্গে কাজের অভিজ্ঞতাও আছে! এমন প্রার্থীদের হায়দরাবাদের ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড চাকরির সুযোগ দিচ্ছে। তবে, তার জন্য বেশ কিছু শর্ত পূরণ করতে হবে।

Advertisement

ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, ইনফরমেশন টেকনোলজি, সিভিল, ইলেকট্রিক্যাল, এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকদের প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে প্রার্থীদের বয়স ৩৩ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। নিযুক্তরা প্রতি মাসে ৪০ হাজার টাকা থেকে ৫৫ হাজার টাকা পাবেন পারিশ্রমিক হিসাবে।

উল্লিখিত বিষয়গুলিতে যাঁরা ডিপ্লোমা অর্জন করেছেন, তাঁরা অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে চাকরির সুযোগ পাবেন। এ ক্ষেত্রে প্রার্থীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। নিযুক্তদের জন্য প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ২৫,৫০৬ টাকা বরাদ্দ করা হয়েছে।

সংস্থার তরফে প্রকাশতি শর্তাবলি অনুযায়ী, উভয় ক্ষেত্রে ১ থেকে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। তবেই নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। সংস্থার তরফে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের জন্য সরাসরি ইন্টারভিউয়ের আয়োজন করা হয়েছে।

এ জন্য আগ্রহী প্রার্থীদের সংস্থার হায়দরাবাদের ঠিকানায় পৌঁছে যেতে হবে। আগামী ১২ জুন ইন্টারভিউয়ের দিন ঘোষণা করা হয়েছে। বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের শংসাপত্রের মতো গুরুত্বপূর্ণ নথি প্রার্থীদের কাছে থাকা প্রয়োজন। নিয়োগ সংক্রান্ত অন্য শর্তাবলি জানতে সংস্থার ওয়েবসাইটে (www.ecil.co.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

Advertisement
আরও পড়ুন