ATARI Recruitment 2025

রাষ্ট্রায়ত্ত কৃষি গবেষণা সংস্থায় কর্মখালি, থাকতে হবে স্নাতকোত্তর যোগ্যতা

ইয়ং প্রফেশনাল পদে নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া হবে। নিযুক্ত ব্যক্তি প্রতি মাসে ৪৫ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ১৮:১০
ICAR ATARI, Kolkata.

এগ্রিকালচারাল টেকনোলজি অ্যাপ্লিকেশন রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

উদ্যানবিদ্যায় উচ্চশিক্ষিত? ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (আইসিএআর) অধীনস্থ সংস্থায় কাজের সুযোগ পেতে পারেন। ওই প্রতিষ্ঠানে ইয়ং প্রফেশনাল নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট সংস্থার তরফে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতার এগ্রিকালচারাল টেকনোলজি অ্যাপ্লিকেশন রিসার্চ ইনস্টিটিউটে নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ করতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। শূন্যপদ একটি।

সংশ্লিষ্ট কাজের জন্য অ্যাগ্রোনমি, সয়েল সায়েন্স, প্লান্ট প্রোটেকশনের মতো বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নেরা ইন্টারভিউয়ে যোগদানের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।

উল্লিখিত পদে পারিশ্রমিক বাবদ মাসিক ৪৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। প্রকল্পের মেয়াদ অনুযায়ী, ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত সংশ্লিষ্ট পদে নিযুক্ত ব্যক্তি কাজ করতে পারবেন।

আগ্রহীদের একটি ফর্ম পূরণ করে সরাসরি ইন্টারভিউয়ের জন্য কলকাতার এগ্রিকালচারাল টেকনোলজি অ্যাপ্লিকেশন রিসার্চ ইনস্টিটিউটে উপস্থিত হতে হবে। এই বিষয়ে বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইটে (atarikolkata.org) গিয়ে দেখে নিতে পারেন। ২৫ জুলাই ইন্টারভিউ নেওয়া হবে।

Advertisement
আরও পড়ুন