CSIR Recruitment 2025

সিএসআইআর অধীনস্থ গবেষণাগারে কর্মখালি, কোন পদে নিয়োগ?

নিযুক্ত ব্যক্তিদের বিভিন্ন ভাতা ও বেতন বাবদ ১,২২,৬২৯ টাকা দেওয়া হবে। অনূর্ধ্ব ৩২ বছর বয়সিরা আবেদনের সুযোগ পাবেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২১
CSIR - Central Food Technological Research Institute.

সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে কর্মী নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট সংস্থাটি কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইএর)-এর অধীনস্থ। শূন্যপদ ৩৫টি।

Advertisement

সংশ্লিষ্ট সংস্থায় সায়েন্টিস্ট পদে কর্মী নিয়োগ করা হবে। ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি শাখায় পিএইচডি যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়াও বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নেরাও আবেদন করতে পারবেন। অনূর্ধ্ব ৩২ বছর বয়সিরা আবেদনের সুযোগ পাবেন। নিযুক্ত ব্যক্তিদের বিভিন্ন ভাতা ও বেতন বাবদ ১,২২,৬২৯ টাকা দেওয়া হবে।

লিখিত পরীক্ষা, প্রকাশিত গবেষণাপত্রের মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে। এর জন্য অনলাইনে আগ্রহীরা আবেদন পাঠাতে পারবেন। আবেদনমূল্য ৫০০ টাকা।

আবেদনের শেষ দিন ১৪ মার্চ। আবেদনের জন্য বিজ্ঞপ্তিতে প্রকাশিত ফর্ম পূরণ করে তা পাঠাতে হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারবেন।

Advertisement
আরও পড়ুন