Jobs in Jalpaiguri

জলপাইগুড়ি জেলায় কর্মী প্রয়োজন, দিতে হবে ইন্টারভিউ, কোন বিভাগে কারা পাবেন সুযোগ?

রাজ্য বা কেন্দ্রীয় সরকারের অধীনে ইনস্পেক্টর, হেড ক্লার্ক পদে যাঁরা কাজ করেছেন, তাঁরা ইন্টারভিউতে যোগদান করতে পারবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১৪:৩৩

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

জলপাইগুড়ির অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ বিভাগে কর্মখালি। ওই বিভাগের অ্যাডিশনাল ইনস্পেক্টর পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ তিনটি।

Advertisement

রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ বিভাগের তরফে জানানো হয়েছে, অ্যাডিশনাল ইনস্পেক্টর পদে নিযুক্তদের বয়স ৬৪ বছরের মধ্যে হতে হবে। তাঁদের জন্য প্রতি মাসে ৩৭,৬০০ টাকা বেতন বরাদ্দ করা হয়েছে।

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে উল্লিখিত পদে কর্মী নিয়োগ করা হবে। তাঁদের ইন্টারভিউ ৩০ অক্টোবর জলপাইগুড়ির অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ বিভাগের দফতরে হতে চলেছে।

উল্লিখিত পদে রাজ্য সরকারের অধীনে ইনস্পেক্টর, এক্সটেনশন ইনস্পেক্টর, হেড ক্লার্ক পদে যাঁরা কাজ করেছেন এবং বর্তমানে অবসর নিয়েছেন, এমন ব্যক্তিরা ইন্টারভিউয়ে যোগদান করতে পারবেন।

Advertisement
আরও পড়ুন