Central Govt Jobs 2025

হিন্দুস্থান কপার লিমিটেড উচ্চপদে কর্মী খুঁজছে, কোন যোগ্যতা থাকলে মিলবে আবেদনের সুযোগ?

হিন্দুস্থান কপার লিমিটেড-এ চেয়ারম্যান-কাম-ম্যানেজিং ডিরেক্টর পদে দক্ষ ব্যক্তিকে নিয়োগ করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১৩:১০
Hindustan Copper Limited.

হিন্দুস্থান কপার লিমিটেড। ছবি: সংগৃহীত।

কেন্দ্র অধীনস্থ সংস্থার গ্রুপ ‘এ’ আধিকারিককে নিয়োগ করবে হিন্দুস্থান কপার লিমিটেড। কেন্দ্রের কর্মী ও প্রশিক্ষণ বিভাগের (ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং) তরফে উল্লিখিত সংস্থায় নিয়োগের বিশদ তথ্য দেওয়া হয়েছে।

Advertisement

ওই সংস্থায় চেয়ারম্যান-কাম-ম্যানেজিং ডিরেক্টর পদে কর্মখালি রয়েছে। ওই পদে কাজের জন্য কেন্দ্র অধীনস্থ সংস্থার গ্রুপ ‘এ’ আধিকারিক ছাড়াও সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ়-এর অধিকর্তা পদে কাজ করেছেন কিংবা স্টেট পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ়ের উচ্চপদস্থ আধিকারিকেরা আবেদনের সুযোগ পাবেন।

তবে, আবেদনকারীদের ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যাকাউন্ট্যান্ট হতে হবে। তাঁদের বয়স ৪৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। অন্তত ১০ বছর বিজ়নেস ডেভেলপমেন্ট, প্রোডাকশন, অপারেশন, মার্কেটিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

নিয়োগের পর পাঁচ বছর চুক্তির ভিত্তিতে কাজ চলবে। নিযুক্তকে প্রতি মাসে ২,০০,০০০ থেকে ৩,৭০,০০০ টাকা বেতনক্রমে বেতন দেওয়া হবে। নিযুক্তের কর্মস্থল হবে হিন্দুস্থান কপার লিমিটেড, কলকাতার দফতরে।

আগ্রহীদের ১০ নভেম্বরের মধ্যে আবেদনপত্র পাঠানো প্রয়োজন। ডাকযোগে নয়া দিল্লির সিজিও কমপ্লেক্সের ঠিকানায় আবেদনপত্র গ্রহণ করা হবে। বাছাই করা প্রার্থীদের বিশেষজ্ঞ কমিটি ইন্টারভিউ নেবে।

Advertisement
আরও পড়ুন