Jobs in North 24 Pargana

উত্তর ২৪ পরগনায় গ্রুপ ডি পদে কর্মী প্রয়োজন, অবসরপ্রাপ্তদের জন্য থাকছে আবেদনের সুযোগ

ডিস্ট্রিক্ট আয়ুষ সেলে উল্লিখিত পদে নিযুক্তদের কাজ চলবে। প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের জন্য ইন্টারভিউ নেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ১৫:৪৭

ছবি: সংগৃহীত।

উত্তর ২৪ পরগনার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে গ্রুপ-ডি কর্মী নিয়োগ করা হবে। এ ছাড়াও লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদেও কর্মখালি রয়েছে। শূন্যপদের সংখ্যা তিনটি।

Advertisement

উত্তর ২৪ পরগনা জেলাস্বাস্থ্যের তরফে উল্লিখিত পদে কারা আবেদন করতে পারবেন, তার বিশদ তথ্য জানানো হয়েছে। সেই অনুযায়ী, রাজ্য সরকারি বিভাগে পূর্বে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এবং গ্রুপ ডি পদে কাজ করেছেন, এবং বর্তমানে অবসর গ্রহণ করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। নিযুক্তেরা প্রতি মাসে ৮ হাজার থেকে ১০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন।

ডিস্ট্রিক্ট আয়ুষ সেলে উল্লিখিত পদে নিযুক্তদের কাজ চলবে। প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের জন্য ইন্টারভিউ নেওয়া হবে। এ ক্ষেত্রে স্বাস্থ্য কিংবা খাদ্য দফতরের অবসরপ্রাপ্ত ব্যক্তিরা নিয়োগে অগ্রাধিকার পাবেন। তাঁদের বয়স ৬২ বছরের মধ্যে হওয়া দরকার।

উল্লিখিত পদে সরাসরি ইন্টারভিউ ৩০ অক্টোবর নেওয়া হবে। উত্তর ২৪ পরগনার চিফ মেডিক্যাল অফিসার অফ হেলথের অফিসে ইন্টারভিউয়ের জন্য আগ্রহীদের পৌঁছে যাওয়া দরকার। সঙ্গে সঙ্গে কী কী নথি রাখতে হবে, তা উত্তর ২৪ পরগনা প্রশাসনিক ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

Advertisement
আরও পড়ুন