CAG Recruitment 2025

ক্যাগ-এ চাই ইয়ং প্রফেশনাল, স্নাতকেরা পাবেন আবেদনের সুযোগ, কর্মস্থল হবে কলকাতায়

কম্প্রোটার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া (ক্যাগ) ইয়ং প্রফেশনাল নিয়োগ করবে। নিযুক্তদের এক থেকে দু’বছরের চুক্তিতে কাজ করতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ১৬:৫৬
Comptroller and Auditor General (CAG).

কম্প্রোটার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া (ক্যাগ)। ছবি: সংগৃহীত।

সরকারি বিভাগের আর্থিক হিসাব নিকাশ সংক্রান্ত কাজ শেখার সুযোগ দেবে কম্প্রোটার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া (ক্যাগ)। ওই সংস্থার তরফে ইয়ং প্রফেশনাল নিয়োগ করা হবে।

Advertisement

অর্থনীতি, পাবলিক পলিসি, আরবান গর্ভন্যান্স, ফিনান্স, বিজ়নেস বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা উল্লিখিত কাজের জন্য আবেদন করতে পারবেন। তাঁদের আর্থিক হিসাব নিকাশ সংক্রান্ত কাজে পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এ ছাড়াও রিসার্চ স্কলাররা উল্লিখিত পদে কাজের জন্য আবেদন করতে পারবেন।

অনূর্ধ্ব ৩০ বছর বয়সিদের উল্লিখিত পদে নিয়োগ করা হবে। তাঁদের এক থেকে দু’বছরের চুক্তিতে কাজ চলবে। কলকাতা-সহ ক্যাগ-এর বিভিন্ন স্থানীয় দফতরে কাজ করার সুযোগ থাকবে। নিযুক্তদের কাজের পাশাপাশি, কর্মশালায় যোগদান করতে হবে। প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ৮০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

৫ নভেম্বর পর্যন্ত অনলাইন পোর্টাল মারফত আবেদন জমা দিতে পারবেন। অনলাইনে প্রার্থীদের স্ক্রিনিং-এর মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। বাছাই করা প্রার্থীদের ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে ইন্টারভিউ এবং গ্রুপ ডিসকাসনের জন্য ডেকে নেওয়া হবে।

Advertisement
আরও পড়ুন