প্যাভলভ হাসপাতাল। ছবি: সংগৃহীত।
ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজের তরফে কর্মী নিয়োগ করা হবে। নিযুক্তদের প্যাভলভ হাসপাতালে সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার পদে কাজ করতে হবে। কারা আবেদন করতে পারবেন, কতজনকে নিয়োগ করা হবে— সেই সমস্ত তথ্য হাসপাতালের তরফে জানানো হয়েছে।
সোশ্যাল ওয়ার্ক বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, কিংবা সাইকিয়াট্রি সোশ্যাল ওয়ার্ক বিষয়ে এমফিল করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের জন্য আবেদন করতে পারবেন। তাঁদের অন্তত এক বছর উল্লিখিত পদে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
অনূর্ধ্ব ৪০ বছর বয়সিরা উল্লিখিত পদে কাজের জন্য আবেদনের সুযোগ পাবেন। নিযুক্তদের প্রতি মাসে ৩০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। নির্দিষ্ট সময়ের চুক্তিতে তাঁদের কাজ চলবে।
ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। এ জন্য তাঁদের ডাকযোগে আবেদনপত্র পাঠানো প্রয়োজন। আবেদন ৭ নভেম্বর পর্যন্ত গ্রহণ করা হবে।