বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেডে। ছবি: সংগৃহীত।
বিভিন্ন উচ্চপদে চাকরির সুযোগ রাষ্ট্রায়ত্ত সংস্থা বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেডে। সম্প্রতি সংস্থার তরফে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, নিযুক্তদের কলকাতা-সহ দেশের অন্য শহরে পোস্টিং দেওয়া হবে। এর জন্য অনলাইনেই সম্পন্ন হবে আবেদন প্রক্রিয়া।
সিনিয়র ম্যানেজার, ম্যানেজার, ডেপুটি ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ করা হবে। মোট শূন্যপদ রয়েছে সাতটি। যোগ্যতার নিরিখে আবেদনের বয়স ২৭ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সব ক’টি পদে আবেদনের জন্য ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক যোগ্যতা থাকা চাই। এর পর পদ অনুযায়ী কাজের অভিজ্ঞতার যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। সিনিয়র ম্যনেজার প্রতি মাসে ৭০ হাজার টাকা মূল বেতন পাবেন। ম্যনেজার মাসে ৬০ হাজার টাকা মূল বেতন পাবেন। ডেপুটি ম্যানেজারের প্রতি মাসে মূল বেতন হবে ৫০ হাজার টাকা। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে প্রতি মাসে মূল বেতন মিলবে ৪০ হাজার টাকা। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে বামার লরি-র ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। অনলাইনেই আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৮ অগস্ট। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বামার লরির ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখুন।