WB Govt job 2026

হেলথ ইকোনমিস্ট প্রয়োজন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে, আবেদনের শেষ দিন কবে?

ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস-এর সার্জিক্যাল অনকোলজি বিভাগের তরফে এই নিয়োগ। প্রতি মাসে ৬৫ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ১৭:৪৮
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়।

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে গবেষক প্রয়োজন। মিলবে ফেলোশিপ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে জমা দেওয়া যাবে আবেদনপত্র।

Advertisement

হেলথ ইকোনমিস্ট নিয়োগ করা হবে। ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস-এর সার্জিক্যাল অনকোলজি বিভাগের তরফে এই নিয়োগ। প্রতি মাসে ৬৫ হাজার টাকা বেতন দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইকোনমিক্স, পাবলিক হেলথ, কমিউনিটি মেডিসিন বিষয়ে ফার্স্ট ক্লাস-সহ স্নাতকোত্তর হওয়া চাই। দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া প্রয়োজন।

কী ভাবে আবেদন করবেন?

প্রথমে প্রার্থীকে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করা দরকার। ১৪ ফেব্রুয়ারি ২০২৬-র মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।

Advertisement
আরও পড়ুন