BOB Recruitment 2025

ব্যাঙ্ক অফ বরোদায় উচ্চপদে কর্মী প্রয়োজন, কর্মস্থল হতে পারে দেশের যে কোনও শহর

পদ অনুযায়ী, কর্মীদের বেতনক্রমের পরিমাণ হবে মাসে ৬৪,৮২০ থেকে ৯৩,৯৬০ টাকা অথবা, ১,০২,৩০০ থেকে ১,২০,৯৪০ টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১৬:৪৫
Bank of Baroda

ব্যাঙ্ক অফ বরোদা। ছবি: সংগৃহীত।

কর্মী নিয়োগ করা হবে রাষ্ট্রায়ত্ত সংস্থা ব্যাঙ্ক অফ বরোদায়। ব্যাঙ্কে বিভিন্ন ম্যানেজেরিয়াল পদে কাজের সুযোগ রয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ব্যাঙ্কের তরফে। জানানো হয়েছে, নিযুক্তদের দেশের বিভিন্ন অঞ্চলে পোস্টিং দেওয়া হবে। এ জন্য শুক্রবার থেকেই শুরু হয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া।

Advertisement

ব্যাঙ্কে নিয়োগ হবে ম্যানেজার-ক্রেডিট অ্যানালিস্ট,সিনিয়র ম্যানেজার-ক্রেডিট অ্যানালিস্ট, চিফ ম্যানেজার-ক্রেডিট অ্যানালিস্ট, সিনিয়র ম্যানেজার সি অ্যান্ড আইসি-রিলেশনশিপ ম্যানেজার এবং চিফ ম্যানেজার সি অ্যান্ড আইসি-রিলেশনশিপ ম্যানেজার পদে। মোট শূন্যপদের সংখ্যা ৫০। নিযুক্তদের ব্যাঙ্কের কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ক্রেডিট বিভাগে কাজের সুযোগ মিলবে। নিয়োগের পর প্রথম বছর তাঁদের ‘প্রোবেশন’-এ রাখা হবে। পদ অনুযায়ী, কর্মীদের বেতনক্রমের পরিমাণ হবে মাসে ৬৪,৮২০ থেকে ৯৩,৯৬০ টাকা অথবা, ১,০২,৩০০ থেকে ১,২০,৯৪০ টাকা।

বিভিন্ন পদে আবেদনকারীদের জন্য পৃথক বয়সসীমা স্থির করা হয়েছে। কিছু পদে আবেদন জানাতে পারবেন ২৫ থেকে ৩০ বছর বয়সিরা। আবার কিছু পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৩২ থেকে ৪২ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য রয়েছে ছাড়।

ম্যানেজার-ক্রেডিট অ্যানালিস্ট পদের জন্য প্রার্থীদের যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। পাশাপাশি, ফিন্যান্সে স্পেশ্যালাইজ়েশন-সহ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। প্রয়োজন ন্যূনতম তিন বছরের পেশাগত অভিজ্ঞতাও। একই ভাবে বাকি পদের জন্য যোগ্যতার মানদণ্ড মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।

আগ্রহীদের এ জন্য ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য আবেদনমূল্যের পরিমাণ যথাক্রমে ১৭৫ এবং ৮৫০ টাকা। আগামী ৩০ অক্টোবর আবেদনের শেষ দিন। এর পর অনলাইন পরীক্ষা, সাইকোমেট্রিক পরীক্ষা, গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে। পরীক্ষার আয়োজন করা হবে দেশের বিভিন্ন শহরের বাছাই করা পরীক্ষাকেন্দ্রে।

Advertisement
আরও পড়ুন