সিএনসিআই। ছবি: সংগৃহীত।
চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট (সিএনসিআই)-এর নিউটাউন ক্যাম্পাসে কাজের সুযোগ। হাসপাতালের একটি বিভাগে কর্মী নিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)। শুক্রবার এই মর্মে বেসিল-এর ওয়েবসাইটে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, হাসপাতালের একটি বিভাগে কাজের সুযোগ রয়েছে। এর জন্য চাকরিপ্রার্থীদের আগে থেকে আবেদন জানাতে হবে না।
সিএনসিআই-এর হিস্টোপ্যাথোলজি বিভাগের জন্য এই নিয়োগ। সেখানে সুপারভাইজ়ার নিয়োগ করা হবে। শূন্যপদ একটি। আবেদনকারীদের জন্য কোনও বয়ঃসীমার উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে। তবে উল্লেখ করা হয়েছে, নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ৪১,৯২৭ টাকা।
সুপারভাইসর পদে আবেদনের জন্য প্রার্থীদের মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা ন্যূনতম ছ’বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়াও অন্য যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরাও সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে।
আগামী ৪ জুন সিএনসিআই-এর নিউটাউন ক্যাম্পাসে সকাল ১০টা থেকে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি নিয়ে উপস্থিত হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা বাদে বাকিদের জন্য আবেদন মূল্যের পরিমাণ ২৯৫ টাকা।