— প্রতিনিধিত্বমূলক চিত্র।
কেন্দ্রীয় সংস্থা দেবে চাকরির প্রশিক্ষণ। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড দিচ্ছে সুযোগ। সংস্থার তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৮৪টি শূন্যপদে বিভিন্ন বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ইঞ্জিনিয়ারদের শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) হিসাবে প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণ দেওয়া হবে সংস্থার গাজিয়াবাদের দফতরে। ওই পদে নিয়োগ এবং আবেদন সংক্রান্ত বিষয়ে রয়েছে বেশ কিছু শর্ত।
মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, সিভিল— ইঞ্জিনিয়ারিং শাখার উল্লিখিত বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। তাঁদের বয়স ২৫ বছরের মধ্যে হতে হবে।
নিযুক্তদের মোট এক বছরের চুক্তিতে প্রশিক্ষণ চলবে। তাঁদের প্রতি মাসে ১৭,৫০০ টাকা সাম্মানিক হিসাবে দেওয়া হবে। তবে, নিযুক্তদের ২০২২ কিংবা তার পরবর্তী শিক্ষাবর্ষে স্নাতক হওয়া আবশ্যক। উল্লিখিত পদে কাজ করতে আগ্রহীরা অনলাইনে আবেদন জমা দিতে পারবেন।
এ জন্য ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিমের (ন্যাটস) পোর্টালের মাধ্যমে প্রার্থীদের নাম নথিভুক্তিকরণ সম্পন্ন করে নিতে হবে। এরপর আবেদনকারীদের ১৬ এবং ১৭ জানুয়ারি ইন্টারভিউয়ের জন্য ভারত ইলেকট্রনিক্স লিমিটেড-এর গাজিয়াবাদের দফতরে আসা প্রয়োজন। আবেদন ২৫ ডিসেম্বরের মধ্যে পাঠাতে হবে।