ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), কলকাতা। ছবি: সংগৃহীত।
স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের গবেষণার কাজে সুযোগ দেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), কলকাতা। সংস্থার আর্থ সায়েন্সেস বিভাগের একটি প্রকল্পে তাঁদের আবেদনের সুযোগ দেওয়া হবে। ওই প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। শূন্যপদ একটি।
নিযুক্তকে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ) অর্থপুষ্ট গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। তাঁর ভূতত্ত্ব, ফলিত ভূতত্ত্ব কিংবা জিয়োলজিক্যাল সায়েন্সেস বিষয়ের মধ্যে যে কোনও একটিতে স্নাতকোত্তর যোগ্যতা থাকা দরকার।
এ ছাড়াও প্রার্থীদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) এবং গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের পেট্রোগ্রাফি, জিয়োকেমিক্যাল ডেটা নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
নিযুক্তের বয়স ২৮ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। তাঁকে প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৩৭ হাজার টাকা দেওয়া হবে। নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ চলবে।
আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের সময় জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের শংসাপত্রের মতো নথি সঙ্গে রাখা প্রয়োজন। আবেদনের শেষ দিন ২৫ ডিসেম্বর। বাছাই করা প্রার্থীরা ইন্টারভিউয়ের ডাক পাবেন।